ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বুড়িরহাট সীমান্তে বাংলাদেশীকে গুলি করে হত্যা করেছে বিএসএফ

প্রকাশিত: ০৫:৪৯, ৩ সেপ্টেম্বর ২০১৬

বুড়িরহাট সীমান্তে বাংলাদেশীকে গুলি করে হত্যা করেছে বিএসএফ

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ২ সেপ্টেম্বর ॥ কালীগঞ্জের বুড়িরহাট সীমান্তে শুক্রবার ভোরে বিএসএফের এলোপাতাড়ি গুলিতে এক বাংলাদেশী গরুর রাখাল মহুবর রহমান (৩৮) নিহত হয়েছেন। তাঁর সঙ্গে থাকা দু’জন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। জানা গেছে, বুড়িরহাট সীমান্তের ৯১৫ পিলারের সাব পিলার ৮ এর পাশ দিয়ে শুক্রবার ভোরে বাংলাদেশী ও ভারতীয় গরু ব্যবসায়ীগণ কয়েকটি গরু কাঁটাতারের বেড়ায় চড়কি লাগিয়ে পার করছিলেন। এ সময় ভারতীয় সাতভান্ডরী বিএসএফ ক্যাম্পের টহল দলের সামনে পড়ে যান। বিএসএফ ও চোরাকারবারীদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া শুরু হয়ে যায়। তখন বিএসএফ সদস্যরা বাংলাদেশী গরুর ব্যবসায়ী ও রাখালদের ওপর এলোপাতাড়ি কয়েক রাউন্ড গুলি ছোড়ে। একটি বুলেট এসে রাখাল মহুবর রহমানের বুকে বিদ্ধ হয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। দু’জন গুরুতর আহত হন। নিহত গরুর রাখালকে সতীর্থরা নিয়ে এসেছে। আহতদের অতি গোপনে রংপুরে চিকিৎসা চলছে। গোড়ল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মাহামুদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। লালমনিরহাট ১৫ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল বজলুর রহমান হায়াতী জানান, এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে পত্র দেয়া হয়েছে। বিকেল পাঁচটা পর্যন্ত পত্রের কোন জবাব পাওয়া যায়নি।
×