ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশকে জঙ্গীরাষ্ট্র বানানোর ষড়যন্ত্র চলছে ॥ ফখরুল

প্রকাশিত: ০৫:২৭, ৩ সেপ্টেম্বর ২০১৬

বাংলাদেশকে জঙ্গীরাষ্ট্র বানানোর ষড়যন্ত্র চলছে ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশকে জঙ্গীরাষ্ট্র বানানোর ষড়যন্ত্র চলছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি তা হতে দেবে না। বিএনপি জঙ্গী ঠেকাতে কাজ করছে। শুক্রবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে তারেক রহমানের ৯ম কারামুক্তি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, বিএনপিকে শক্তিশালী করতে হলে তারেক রহমানকে লন্ডন থেকে ফিরিয়ে আনতে হবে। আর তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হলেও দলকে শক্তিশালী করতে হবে। কেবল এ হলরুমে সেøাগান দিলে তারেক রহমানকে মুক্ত করা যাবে না, দেশে ফিরিয়ে আনা যাবে না। তাকে দেশে ফিরিয়ে আনতে হলে তৃণমূল থেকে সর্বস্তরে দলকে সংগঠিত করতে হবে। তিনি বলেন, খালেদা জিয়া ও তারেক রহমানের মামলা দ্রুত শেষ করতে উঠেপড়ে লেগেছে সরকার। দু’জনকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখাতেই সরকার এ কাজ করছে। তবে খালেদা জিয়া এবং তারেক রহমানকে সাজা দিলে বিএনপি তা মেনে নেবে না। জনগণকে ঐক্যবদ্ধ করে প্রতিরোধ গড়ে তোলা হবে। ফখরুল বলেন, জিয়াউর রহমানের পুত্র ও খালেদা জিয়ার সন্তান বলেই তারেক রহমানকে মামলায় জড়িয়ে রাজনীতি থেকে দূরে সরানোর ষড়যন্ত্র হচ্ছে তা নয়, তারেক রহমান দেশের ভবিষ্যৎ কা-ারি ও আশা-আকাক্সক্ষার প্রতীক বলেই তার বিরুদ্ধে এ ষড়যন্ত্র। তার পিতা জিয়াউর রহমানের বিরুদ্ধেও অনেক ষড়যন্ত্র হয়েছিল। তিনি বলেন, বিএনপির এমন কোন নেতাকর্মী নেই যার বিরুদ্ধে মামলা নেই। একটিই কারণ আওয়ামী লীগে জানে যে জনগণের মধ্যে তাদের কোন স্থান নেই। তিনি বলেন, তারেক রহমান একটি রাজনীতির প্রতিনিধি। সেই রাজনীতি হচ্ছে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের রাজনীতি, দেশের স্বাতন্ত্র্যের রাজনীতি, খেটে খাওয়া মানুষের মাথা উঁচু করার রাজনীতি। বিএনপি মহাসচিব বলেন, জঙ্গীবাদ দমনের নামে যাদের ধরা হচ্ছে তাদের বিচারের আওতায় না এনে বন্দুুক যুদ্ধের নামে হত্যা করা হচ্ছে। তাহলে আসল যারা জঙ্গীবাদী কাজগুলো ঘটাচ্ছে, তারা তো আড়ালেই থেকে যাচ্ছে। জঙ্গীবাদ দমনের নামে আওয়ামী লীগ নিজেদের ফাঁদে আটকা পড়েছে মন্তব্য করে ফখরুল বলেন, কথায় কথায় তারা বলার চেষ্টা করছে বিএনপি একটা সন্ত্রাসী ও জঙ্গীবাদী দল। তারা আগে বলত আন্তর্জাতিক জঙ্গীবাদের সঙ্গে দেশের জঙ্গীদের সম্পর্ক নেই। কিন্তু আজ সারা বিশ্ব বলছে বাংলাদেশে আন্তর্জাতিক সন্ত্রাসী ও জঙ্গীবাদের কানেকশন আছে। এখন আওয়ামী লীগ যাবে কোথায়? বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ওবায়দুল ইসলামের সভাপতিত্বে আলোচনাসভায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা গাজী মাজহারুল আনোয়ার, হাবিবুর রহমান হাবিব, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সহ-সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম, শহিদুল ইসলাম বাবুল, সহ প্রচার সম্পাদক আমিরুল ইসলাম আলীম, নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল প্রমুখ। জিয়ার পদক প্রত্যাহারের সিদ্ধান্ত প্রতিহিংসার- ড. মোশারররফ ॥ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মরণোত্তর স্বাধীনতা পদক প্রত্যাহারের সিদ্ধান্ত প্রতিহিংসার বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
×