ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৩:৫৮, ২ সেপ্টেম্বর ২০১৬

টুকরো খবর

জঙ্গী খালেদের লাশ নিতে অস্বীকৃতি বাবার স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ বগুড়ার বন্দুকযুদ্ধে নিহত জেএমবির শীর্ষ নেতা বদর খালেদের লাশ নিতে অস্বীকৃতি জানিয়েছেন বাবা এনামুল হক। জেএমবি সদস্য বদর মামা ওরফে খালেদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ নাচোলের খসবা গ্রামে। জঙ্গী সন্তানের সঙ্গে এনামুলের ২৬ বছর ধরে কোন সম্পর্ক নেই। এই সন্তান এনামুলের প্রথম স্ত্রীর গর্ভের। এখন তিনি তার তৃতীয় স্ত্রী নিয়ে নাচোলে বসবাস করছেন। আত্মীয়স্বজনও কেউ লাশ নিতে আগ্রহী নয়। বিশেষ করে জঙ্গী সন্তানের লাশ নিয়ে রানীমাতা ইলা মিত্রের পবিত্র মাটি নাচোলে এই লাশ দাফন করে মাটি অপবিত্র করতে চায় না তারা। তাছাড়া লাশ দাফন করতে গিয়ে প্রতিরোধের মুখে পড়ার আশঙ্কা থাকার কারণে এনামুল জঙ্গী খালেদের লাশ গ্রহণ করবেন না। ১৯৮৫ সালে ভাঙ্গনের কবলে পড়ে দিনাজপুর জেলার কাহারোল উপজেলার গোলনূরপুরে চলে যান। সেখানেই জুবেলা বেগমের সঙ্গে বিয়ে এবং বিচ্ছেদ হয়। এই স্ত্রীর গর্ভে জন্ম হয়েছিল জঙ্গী খালেদের। পরে দ্বিতীয় বিয়ে করলে সেটিও টেকেনি। পরে চাঁপাইনবাবগঞ্জের নাচোলের হামিদপুরে চলে আসেন। এখানে আবার বিয়ে করেন জুবেদাকে। এখানে দুটি কন্যাসন্তান নিয়ে এনামুল বসবাস করলেও জঙ্গী সন্তানের সঙ্গে কোন যোগাযোগ ছিল না। নিহত খালেদ কয়েক বছর আগে একবার নাচোলে এসে বাবার সঙ্গে দেখা করার চেষ্টা করেছিল। দীর্ঘ ২৬ বছর ধরে দিনাজপুরের গোলনূরপুরে বা বোয়ালিয়া গ্রামে মামার বাড়িতে বড় হয় জঙ্গী খালেদ। মরা গরু জবাই ॥ আটক দুই সংবাদদাতা, বেড়া, পাবনা, ১ সেপ্টেম্বর ॥ বেড়ায় মরা গরু জবাই করে মাংস বিক্রির সময় এলাকাবাসী দুই কসাইকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকালে উপজেলার আমিনপুর থানার কাশীনাথপুর ফুলবাগান মোড়ে মেহের ও সাঈদ নামের দুই ব্যক্তি জবাই করা মাংস নিয়ে যায়। সেখানে মাংস থেকে দুর্গন্ধ ছড়াতে থাকলে এলাকাবাসীর সন্দেহ হয়। এলাকাবাসী পুলিশকে খবর দিলে আমিনপুর থানা পুলিশ এসে মেহের ও সাঈদকে আটক করে থানায় নিয়ে। আড়াইহাজার পৌরসভার বাজেট ঘোষণা নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ১ সেপ্টেম্বর ॥ আড়াইহাজার পৌরসভার ২০১৬-১৭ অর্থবছরের জন্য ১৬ কোটি ২০ লাখ ৫৪ হাজার ৬৯৫ টাকার বাজেট ঘোষণা করা হয়। বৃহস্পতিবার দুপুরে আড়াইহাজার পৌরসভা কার্যালয়ে মেয়র হাবিবুর রহমান এ বাজেট ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন- আড়াইহাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মেহের আলী মোল্লা, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, প্যানেল মেয়র-১ ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর বশির উল্লাহ, প্যানেল মেয়র-২ ও ২নং ওয়ার্ড কাউন্সিলর লিটন সাহা প্রমুখ। ভৈরব নদে পড়ে জালে জড়িয়ে শিশুর মৃত্যু স্টাফ রিপোর্টার,বাগেরহাট ॥ বাগেরহাটে নদীতে পড়ে জালে জড়িয়ে নাজমুল মোল্লা (১৩) নামে শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের ভৈরব নদের কেশবপুর গ্রামের সøুইস গেটে এ ঘটনা ঘটে। নাজমুল মোল্লা সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের দেপাড়া গ্রামের জাহাঙ্গীর মোল্লার ছেলে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মুশফিকার শামস মেনন বলেন, সকাল সাড়ে ছয়টার দিকে দেপাড়া গ্রামের ৫/৬ জন ট্রলারে করে ভৈরব নদে কেশবপুর গ্রামের সøুইস গেটের সামনে মাছ ধরতে আসে। এ সময় নাজমুল ট্রলার থেকে পানিতে পড়ে যায়। প্রবল স্রোতে নাজমুল সøুইস গেটের পেতে রাখা জালে আটকে যায়। পরে স্থানীয় লোকজন সøুইস গেটের পেতে রাখা জাল তুলে অচেতন অবস্থায় উদ্ধার করে নাজমুলকে সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। নৈশকোচে ডাকাতি নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১ সেপ্টেম্বর ॥ রাজশাহীগামী ন্যাশনাল ট্রাভেলসের যাত্রীবাহী একটি নৈশকোচে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ ঘটনা ঘটে। এ সময় অস্ত্রের মুখে যাত্রীদের কাছ থেকে নগদ অর্থ, মোবাইল ফোনসহ মালামাল লুটে নেয় তারা। ন্যাশনাল ট্রাভেলসের কাউন্টার মাস্টার ইউনুস আলী জানান, ঢাকা থেকে ৬-৭ জনের সশস্ত্র ডাকাতদল যাত্রীবেশে গাড়িতে ওঠে। যাত্রীবাহী বাসটি বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোলপ্লাজা এলাকা ছাড়ার পরই অস্ত্রের মুখে চালকের কাছ থেকে গাড়ির নিয়ন্ত্রণ নিয়ে নেয় তারা। পরে যাত্রীদের কাছ থেকে প্রায় দুই লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় বাধা দেয়ায় ডাকাতদের ছুরিকাঘাতে হেলাল উদ্দিন নামে এক যাত্রী আহত হন। বিদ্যুতস্পৃষ্টে কৃষকের মৃত্যু স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সেচযন্ত্রের সুইচ দিতে গিয়ে আব্দুল মজিদ (৪০) নামের এক কৃষক নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ঘটনাটি ঘটে জেলা সদরের পলাশবাড়ি ইউনিয়নের হরতকীতলা গ্রামে। নিহত কৃষক ওই গ্রামের আব্দুল মালেকের ছেলে। নীলফামারী পৌর প্যানেল মেয়র সাময়িক বরখাস্ত স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ নীলফামারী পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং প্যানেল মেয়র-১ সামসুল হক সাময়িকভাবে বরখাস্ত হয়েছেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব খলিল আহমদ জারিকৃত এক আদেশে সামসুল হককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। বৃহস্পতিবার নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব খলিল আহমদ গত ১৮ আগস্ট স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দিয়েছেন। রুয়েটের প্রতিষ্ঠাবার্ষিকী পালন রাবি সংবাদদাতা ॥ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠান শুরু হয়। দিনব্যাপী কর্মসূচীর উদ্বোধন করেন রুয়েট উপাচার্য অধ্যাপক ড. রফিকুল আলম বেগ। এরপর ক্যাম্পাসে বৃক্ষরোপণের পর সকাল সাড়ে ৯টায় রুয়েটের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত হয় ক্রীড়া প্রতিযোগিতা। সকাল ১০টায় কেন্দ্রীয় অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিজিবির ওপর পাচারকারীদের হামলা নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১ সেপ্টেম্বর ॥ ঝিনাইগাতী সীমান্তে বিজিবির হাত থেকে আটক এক মাদক বিক্রেতাকে ছিনিয়ে নিয়েছে তার সহযোগীরা। বুধবার রাতে উপজেলার তাওয়াকুচা এলাকায় ওই ঘটনা ঘটে। এ সময় মাদক বিক্রেতার সহযোগীদের হামলায় চার বিজিবি সদস্য আহত হন। আহতরা হলেনÑ- তাওয়াকুচা সীমান্ত ফাঁড়ির হাবিলদার ইলিয়াস, লে. নায়েক মোশারফ হোসেন, লে. নায়েক মাহমুদ ও সিপাহী শহিদুল ইসলাম। তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ওই ঘটনায় বিজিবির পক্ষ থেকে ৩০ জনের নামসহ আরও অজ্ঞাতনামা ৮০-৯০ জনকে আসামি করে ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের হয়েছে। নকশী বিজিবি সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার সুবেদার নাজিম উদ্দিন জানান, বুধবার সন্ধ্যায় তাওয়াকুচা সীমান্ত ফাঁড়ির বিজিবি টহলদল ইয়াবা পাচারের সময় স্থানীয় রেহাল (২২) নামে এক যুবককে আটক করে। খবর পেয়ে রেহালের লোকজন সোমেশ্বরী নদীর বালিজুরী ব্রিজের ওপর টহলরত বিজিবি সদস্যদের ওপর আক্রমণ করে। এতে ওই চার বিজিবি সদস্যই আহত হন। এছাড়া বিজিবির হাতে থাকা একটি চাইনিজ রাইফেল ভেঙ্গে ফেলে হামলাকারীরা। চার মুক্তিযোদ্ধার শহীদ দিবস পালন নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১ সেপ্টেম্বর ॥ শোক র‌্যালি ও সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে নাটোরে শহীদ মুক্তিযোদ্ধা রেজা, রঞ্জু, সেলিম ও বাবুলের ৪৬তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রেজা-রঞ্জু-সেলিম-বাবুল যুব সংঘের উদ্যোগে বৃহস্পতিবার সকালে শহরের কানাইখালী ফায়ার ব্রিগেড মোড় থেকে একটি শোক র‌্যালি বের করা হয়। শোক র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদদের কবরে গিয়ে শেষ হয়। পরে শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় শহীদদের আত্মত্যাগের ওপর আলোকপাত করে বক্তব্য রাখেন- পৌর মেয়র উমা চৌধুরী জলি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মালেক শেখ, সংগঠনের সভাপতি জিল্লুর রহমান আলমগীরসহ অন্যরা। বিষ দিয়ে মাছ নিধন নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ১ সেপ্টেম্বর ॥ পূর্বশত্রুতার জের ধরে কালকিনি উপজেলার গোপালপুর এলাকায় মোসলেম মাতুব্বর নামের এক মৎস্য চাষীর ঘেরে বিষ প্রয়োগ করে দুই লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। ওই মৎস্য চাষীর দাবি, তার প্রতিপক্ষ একই এলাকার আবদুল গনি হাওলাদার এ ঘটনা ঘটিয়েছে। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, গোপালপুর এলাকার মেলকাই গ্রামের ইসমাইল মাতুব্বরের ছেলে মোসলেম মাতুব্বর দীর্ঘদিন ধরে বাড়ির পাশের একটি ঘেরে কয়েক বেকার যুবককে নিয়ে রুই, কাতলা, মৃগেল ও সিলভারকাপসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছেন। কিন্তু পূর্বশত্রুতার জের ধরে রাতের আধারে ওই ঘেরে বিষ প্রয়োগ করেছে স্থানীয় দুর্বৃত্তরা। ডাসার থানার ওসি এমদাদুল হক বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। মেঘনায় সংঘর্ষ ॥ গরুর হাটের ইজারা বন্ধ নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা ও দাউদকান্দি, ১ সেপ্টেম্বর ॥ কুমিল্লার মেঘনা উপজেলার লুটেরচর অস্থায়ী গরুর হাট ইজারা নিয়ে ইউপি চেয়ারম্যান ও উপজেলা ভাইস চেয়ারম্যানের মধ্যে সংঘর্ষ ও চাঁদাবাজি মামলার ঘটনা ঘটে। বৃহস্পতিবার নিরাপত্তাহীনতার অজুহাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুটেরচর অস্থায়ী গরুর হাট ইজারা বন্ধ করে দিয়েছেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে থমথমে অবস্থা বিরাজ করছে। জানা যায়, গত রবিবার উপজেলার সবচেয়ে বড় অস্থায়ী গরুর হাট ইজারা নিয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম ও লুটেরচর ইউপি চেয়ারম্যান সানাউল্লাহ সিকদারের মধ্যে সংঘর্ষ হয়। এর জের ধরে সানাউল্লাহ চেয়ারম্যান গ্রুপ থানায় চাঁদাবাজির মামলা করেন। সংঘর্ষের ফলে উভয়পক্ষই টেন্ডার জমা দিতে না পারায় বুধবার পুনরায় টেন্ডার আহ্বান করা হয়। এতে পুনরায় উভয়পক্ষের মধ্যে অস্ত্রের মহড়ার কারণে কোনপক্ষই টেন্ডার জমা দিতে পারেনি। উপজেলা নির্বাহী অফিসার নিরাপত্তার অজুহাতে লুটেরচর অস্থায়ী গরু-ছাগলের হাট বসা বন্ধ করে দেন। ব্যবসায়ীকে হত্যার হুমকি নিজস্ব সংবাদদাতা, পাবনা, ১ সেপ্টেম্বর ॥ শহরের অভিজাত মিষ্টির দোকান লক্ষ্মী মিষ্টান্ন ভা-ারের মালিককে শ্মশানে পাঠানোর হুমকি দিয়ে রেজিস্ট্রি ডাকযোগে চিঠি পাঠিয়েছে জেএমবি। লক্ষ্মী মিষ্টান্ন ভা-ারের মালিক কেরু“ঘোষ জানান, ‘বুধবার ডাক বিভাগের পিয়ন দোকানে এসে একটি চিঠি দিয়ে যায়। দুপুর ৩টার দিকে দোকানে এসে ক্যাশ বাক্সে চিঠিটি দেখতে পেয়ে খুলে এমনটি দেখতে পাই। চিঠিতে জেএমবি’র পাবনা জেলা কমান্ডার ইন চীফ দাবি করে জনৈক নাজমুল হোসেন বিদ্যুৎ লিখেছেন, ‘দাদা ভাল আছেন তো ? আপনার সময় শেষ। আপনি এবার ভাল মন্দ খেয়ে প্রস্তুত হন। আপনাকে নিয়ে শ্মশান যাত্রা করা হবে।’ পাবনা সদর থানায় এ ব্যাপারে সাধারণ ডায়েরি করা হয়েছে। এ ব্যাপারে পাবনার পুলিশ সুপার আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ইতোপূর্বেও পাবনার জেলা জজ সাহেবকে এ ধরনের চিঠি দেয়া হয়েছিল। একটি চক্র এগুলো করছে, আতঙ্কিত হওয়ার কিছুই নেই। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১ সেপ্টেম্বর ॥ টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের এক ছাত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে এক শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। ওই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক আব্দুর রহিমের বিরুদ্ধে ৫ম সেমিস্টারের এক ছাত্রী ধর্ষণের অভিযোগ করে। বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল মডেল থানায় ওই ছাত্রী বাদী হয়ে মামলা করলে তাকে পুলিশ গ্রেফতার করে। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়। বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক নাসরিন সুলতানা ওই ছাত্রীর মেডিক্যাল পরীক্ষা করেছেন। প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানান তিনি। শিক্ষার মানোন্নয়নে সমাবেশ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শিক্ষার মানোন্নয়নে বৃহস্পতিবার সমাবেশ হয়েছে। মুন্সীগঞ্জ শহরের কে কে সরকারী ইনস্টিটিউট মাঠে এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল। বিশেষ অতিথির ভাষণ দেন পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, আইসিটি ও শিক্ষা) হারুন-অর-রশীদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপেজলা চেয়ারম্যান আনিস-উজ-জামান। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক আনিছা সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার শরিফুল ইসলাম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেরুন্নেসা নাজমা, প্রবীণ শিক্ষক খালেদা খানম, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল ও সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান, প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক নূরে আলম, অভিভাবক রফিকুল ইসলাম ও এএইচএম বারী। মানিকগঞ্জে ধর্ষণ মামলায় তিন জনের সাজা নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ, ১ সেপ্টেম্বর ॥ মানিকগঞ্জে স্কুল শিক্ষার্থী ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন এবং দুইজনকে ১৪ বছর করে সশ্রম কারাদ-সহ অর্থদ- প্রদান করা হয়েছে। মানিকগঞ্জ নারী শিশু নির্র্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হাছিনা রৌশন জাহান বৃহস্পতিবার দুপুরে আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। যাবজ্জীবন দ-প্রাপ্ত ব্যক্তি হচ্ছেন সদর উপজেলা বৈতরা গ্রামে ফরজ আলীর ছেলে রফিক। এছাড়া উচুটিয়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে হুমায়ুন ও বৈতরা গ্রামের লাল মিয়ার ছেলে জুয়েলকে ১৪ বছর করে সশ্রম কারাদ- দেয়া হয়। জানা গেছে, ২০০৯ সালের ১৮ জানুয়ারি মানিকগঞ্জ সদর উপজেলার একটি বিদ্যালয়ের ৭ম শ্রেণীর শিক্ষার্থীকে তার বাবার অসুস্থতার কথা বলে আসামিরা কৌশলে অপহরণ করে। এর পর তাকে ধর্ষণ করে। এই ঘটনায় ৫ জনকে আসামি করে ওই শিক্ষার্থীর পিতা মজনু বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় মামলা করেন। জিহাদী বইসহ ৩ জেএমবি সদস্য আটক স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ বৃহস্পতিবার ভোরে উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর থেকে গোয়েন্দা পুলিশ জিহাদী বইসহ তিন জেএমবি সদস্যকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে ২৪টি জিহাদী বই উদ্ধার করা হয়েছে। আটককৃত জেএমবির সদস্যরা হলো- উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের চরমোহনপুর পশ্চিমপাড়ার হাজী আনোয়ার হোসেনের ছেলে রুহুল আমীন, চর মোহনপুর উত্তরপাড়ার পর্বত আলীর ছেলে আলমাস ও চাকশা দক্ষিণপাড়া এলাকার মৃত আবু বক্করের ছেলে ইসরাফিল। টিটু হত্যার আরও এক আসামি গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১ সেপ্টেম্বর ॥ কুমিল্লায় যুবলীগ নেতা তারিকুল হাসান টিটু হত্যার ঘটনায় লিমন ওরফে মোটা লিমন নামে আরও এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে ১০ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। জানা গেছে, গত ৩০ আগস্ট নগরীর ঠাকুরপাড়া এলাকার একটি পরিত্যক্ত বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে জেলার দেবিদ্বার পৌর যুবলীগের সহসভাপতি তারিকুল হাসান টিটুর মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার করে ডিবি পুলিশ। সুন্দরবন সংলগ্ন শিল্প স্থাপনে সতর্কতার পরামর্শ স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ ‘সুন্দরবন সংলগ্ন প্রতিবেশ সঙ্কটাপন্ন এলাকায় শিল্প প্রতিষ্ঠানের মাধ্যমে দূষণ আশঙ্কা এবং পরিবেশ ব্যবস্থাপনা’ বিষয়ে এক মতবিনিময় সভা বৃহস্পতিবার সকালে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। খুলনা পরিবেশ অধিদফতর আয়োজিত সভায় বক্তারা সুন্দরবন সংলগ্ন ১০ কিলোমিটার এলকার মধ্যে শিল্প স্থাপনে অধিক সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেন। সভায় বক্তারা বলেন, ১৬ কোটি মানুষের দেশ বাংলাদেশে যেমন শিল্পায়নের প্রয়োজন, তেমনি বিশ্বের অন্যতম ম্যানগ্রোভ বন সুন্দরবনকে রক্ষা করাও দরকার। সভায় এ দুটি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা অনুসরণ করে শিল্পায়নের প্রতি মতামত পোষণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আবদুস সামাদ। প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা পরিবেশ অদিফতরের পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন। বন বিভাগ, মোংলা বন্দর কর্তৃপক্ষ, শিল্পোদ্যোক্তা, মোংলা ইপিজেডে অবস্থিত শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিসহ পরিবেশ ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ সভায় অংশ নেন। সাত খুন ॥ তদন্ত কর্মকর্তার জবানবন্দী শেষ নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ১ সেপ্টেম্বর ॥ নারায়ণগঞ্জে আলোচিত সাত খুনের দুটি মামলায় মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন ডিবির ওসি বর্তমানে পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মামুনুর রশীদ ম-লের জবানবন্দী শেষ হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে মামুনুর রশীদ ম-ল তৃতীয় দিনের মতো জবানবন্দী প্রদান করেন। আদালত আগামী ১৯ সেপ্টেম্বর পরবর্তী সাক্ষ্য ও জেরার তারিখ ধার্য করে। মাদকসেবীদের ছেড়ে দেয়ার অভিযোগ নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১ সেপ্টেম্বর ॥ বাউফলে পুলিশের বিরুদ্ধে উৎকোচ নিয়ে মাদক সেবীদের ছেড়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। কেশবপুর ইউনিয়ন পরিষদের সরকারদলীয় চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন লাভলু তাঁর নিজের ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে পুলিশের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন। ফেসবুক স্ট্যাটাসে ওই ইউপি চেয়ারম্যান বাউফল থানার এক পুলিশ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে লেখেন, ‘ইয়াবাসেবীদের আমাদের কাছে দেন, আমরা কি উপাস থাকব? কিছু না হলে মোবাইলে কয়টা টাকা দেন। ওই স্ট্যাটাসে তিনি আরও লেখেন, ‘কেশবপুরের একাধিক মাদক ও অনৈতিক কাজের স্পট সম্পর্কে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তথ্য দেন। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিছু মাদকসেবীকে গ্রেফতার করার পরে মোটা অঙ্কের লেনদেনের বিনিময়ে তাদের ছেড়ে দেন। এ বিষয়ে ওই ইউপি চেয়ারম্যানের মুঠো ফোনে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমার কাছে সমস্ত তথ্য উপাত্ত রয়েছে । প্রয়োজন হলে তা উপস্থাপন করা হবে।’ আড়াই লাখ গাছের চারা রোপণ সংবাদদাতা, রংপুর, ১ সেপ্টেম্বর ॥ তারাগঞ্জ উপজেলার ১শ’ ৩৫টি রাস্তায় এক ঘণ্টায় আড়াই লাখ গাছের চারা রোপণ করেছে তারাগঞ্জ উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সকালে তারাগঞ্জ উপজেলা প্রশাসন ‘সবুজ তারাগঞ্জ গড়ি’ কর্মপরিকল্পনার আওতায় গাছগুলো রোপণ করে। এ সময় উপস্থিত ছিলেন- রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ, জেলা প্রশাসক রাহাত আনোয়ার, চেয়ারম্যার আনিছুর রহমান প্রমুখ।
×