ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

১০ তরুণ উদ্যোক্তাকে স্বীকৃতি দেবে জেসিআই

প্রকাশিত: ০৪:০৫, ৩১ আগস্ট ২০১৬

১০ তরুণ উদ্যোক্তাকে স্বীকৃতি  দেবে জেসিআই

বাংলাদেশী তরুণকে তাদের কার্যক্ষেত্রে অতুলনীয় অবদান রাখার জন্য জেসিআই বাংলাদেশ স্বীকৃতি দেয়ার ঘোষণা করেছে। এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এ ঘোষণা দেন। সম্মাননা দেয়ার জন্য সফল তরুণদের নাম বাছাই করা শুরু হয়েছে। এই বাছাই প্রক্রিয়ার মাধ্যমে যে ১০ সফল তরুণকে পাওয়া যাবে তারাই প্রতিনিধিত্ব করবে পুরো বিশ্বের এমনটাই প্রত্যাশা জেসিআইয়ের। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইরফান ইসলাম, ন্যাশনাল ট্রেজারার এ্যান্ড চেয়ার অর্গানাইজিং কমিটি (টিওওয়াইপি), নজরুল ইসলাম, ইমিডিয়েট পাস্ট ন্যাশনাল প্রেসিডেন্ট, মির শাহেদ আলী, ন্যাশনাল ডিরেক্টর এ্যান্ড কো-চেয়ার অর্গানাইজিং কমিটি (টিওওয়াইপি), আমজাদ হোসেইন, ভাইস প্রেসিডেন্ট এবং অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তা। -অর্থনৈতিক রিপোর্টার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সবুজ উপকূল ২০১৬ সম্প্রতি বরিশালের মেঘনাতীরবর্তী উপজেলা মেহেন্দিগঞ্জের উদয়পুর মুসলিম আখন্দ মাধ্যমিক বিদ্যালয়ে ‘ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সবুজ উপকূল ২০১৬’ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রওমান বিনতে শফিকুল ইসলাম (রুমানা)। সভায় সভাপতিত্ব করেন উদয়পুর মুসলিম আখন্দ মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আসাদুজ্জামান খাজা। কর্মসূচীতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ পৃষ্ঠপোষকতা করেছে। -বিজ্ঞপ্তি
×