ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিএম কলেজছাত্র আটক

বরিশালে নারী সাংসদের ছবি বিকৃত করে ফেসবুকে প্রচার

প্রকাশিত: ০৪:৩১, ৩০ আগস্ট ২০১৬

বরিশালে নারী সাংসদের ছবি বিকৃত করে ফেসবুকে প্রচার

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ভারতীয় এক মডেলের কুরুচিপূর্ণ ছবির সঙ্গে বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজের ছবি সংযুক্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করায় বিএম কলেজের এক ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। কোতোয়ালি মডেল থানার ওসি শাহ্ মোঃ আওলাদ হোসেন জানান, ভারতীয় এক মডেলের কুরুচিপূর্ণ ছবির সঙ্গে সাংসদ জেবুন্নেছা আফরোজের একটি ছবির মুখম-ল যুক্ত করে ফেসবুকে পোস্ট করা হয়। এতে জেবুন্নেছা আফরোজ এমপির সামাজিক ভাবমূর্তি ক্ষুণœ হওয়ায় শনিবার রাতে ফেসবুকে ওই আপত্তিকর ছবি পোস্টকারী বিএম কলেজের ছাত্র জুনায়েদ আহম্মেদ সুমনের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে থানায় অভিযোগ দায়ের করেন যুবলীগ কর্মী সোয়েব আহম্মেদ সেজান। রবিবার অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের পর ওইদিন রাতে অভিযান চালিয়ে সুমনকে গ্রেফতার করা হয়। সুমনের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায়। সে বিএম কলেজে পড়াশুনার সুবাদে নগরীর কাউনিয়া এলাকায় একটি মেসে ভাড়া থাকে। সারদায় নির্মিত হচ্ছে বাংলাদেশ-ভারত মৈত্রী ভবন কূটনৈতিক রিপোর্টার ॥ রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে বাংলাদেশ-ভারত মৈত্রী ভবন নির্মাণের জন্য দুই দেশের মধ্যে চুক্তি হয়েছে। ভবন নির্মাণে ব্যয় হবে প্রায় ১১ কোটি টাকা, যার পুরোটাই ভারত সরকার অনুদান হিসেবে দেবে। রবিবার রাজধানীর শেরেবাংলানগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে এই চুক্তি সই হয়। ঢাকার ভারতীয় হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে বাংলাদেশ-ভারত মৈত্রী ভবন নির্মাণের লক্ষ্যে রবিবার ঢাকায় অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন ও ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা একটি আর্থিক চুক্তি স্বাক্ষর করেন। মৈত্রী ভবনে গবেষণাগার, প্রতিরূপ অপরাধচিত্র এবং একটি নমুনা অপরাধ স্টেশন থাকবে। এছাড়া এই প্রকল্পের আওতায় তিনটি কম্পিউটার ল্যাবসহ একটি তথ্যপ্রযুক্তি কেন্দ্র, ভিজুয়ালাইজেশন প্রযুক্তিসংবলিত কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত শ্রেণীকক্ষ, তথ্যভা-ার, একাডেমি তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি, প্রবেশাধিকার নিয়ন্ত্রণ ও নিরাপত্তা পদ্ধতি এবং অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কিং সুবিধা এই পুলিশ একাডেমিতে থাকবে। উল্লেখ্য, গত বছরের ৬ জুন ভারতের প্রধানমন্ত্রী ঢাকা সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি যৌথভাবে বাংলাদেশ-ভারত মৈত্রী ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ১০ কোটি ৮৬ লাখ টাকা ধরা হয়েছে।
×