ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

রাজধানীতে প্রাইভেট কার ও তুরাগ এক্সপ্রেসের ইঞ্জিনে অগ্নিকাণ্ড

প্রকাশিত: ০৯:০৯, ২৯ আগস্ট ২০১৬

রাজধানীতে প্রাইভেট কার ও তুরাগ এক্সপ্রেসের ইঞ্জিনে অগ্নিকাণ্ড

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ঢাকা ক্লাবের গ্যারেজে একটি প্রাইভেটকারে এবং মগবাজার রেলগেট এলাকায় তুরাগ-৪ এক্সপ্রেসের ইঞ্জিনে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। রবিবার রাত ১০টা ১২ মিনিটে অগ্নিকা-ের খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দফতরের পরিদর্শক মাহমুদুল হক জনকণ্ঠকে জানান, ঢাকা ক্লাবের মতো গুরুত্বপূর্ণ স্থানের গ্যারেজে প্রাইভেটকারে অগ্নিকা-ের খবর পেয়ে দ্রুত তিনটি ইউনিট পাঠানো হয়। ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকা-ের কারণ জানা যায়নি। তিনি আরও জানান, গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-গ ১২২৬৩৪। গাড়িটি যৌথ মালিকানা বলে জানা গেছে। আগুনে গাড়িটির সামান্য ক্ষতি হয়েছে। এদিকে রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় তুরাগ এক্সপ্রেসের ইঞ্জিনে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। রবিবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। রাত পৌনে ৯টার দিকে মগবাজার রেলগেট এলাকায় তুরাগ-৪ এক্সপ্রেসের ইঞ্জিনে হঠাৎ আগুন লেগে যায়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। আগুন লাগার ভয়ে তুরাগ এক্সপ্রেসের যাত্রী ট্রেন থেকে নেমে যায়।
×