ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফিরোজা বেগমের ডিজিটাল এ্যালবাম ‘জনম জনম গেলো’

প্রকাশিত: ০৪:২০, ২৯ আগস্ট ২০১৬

ফিরোজা বেগমের ডিজিটাল এ্যালবাম ‘জনম জনম গেলো’

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের প্রয়াত শিল্পী ফিরোজা বেগমের কণ্ঠে ধারণকৃত ‘জনম জনম গেলো’ শিরোমানে নজরুল সঙ্গীতের প্রথম ডিজিটাল এ্যালবাম প্রকাশ করেছে রবি-ইয়ন্ডার মিউজিক এ্যাপ। এ্যালবামটি প্রকাশের মাধ্যমে রবিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করল দেশীয় ও আন্তর্র্জাতিক গানের সর্ববৃহৎ সম্ভার নিয়ে সাজানো এ এ্যাপটি। এই প্রথম দেশের কোন ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্মে জনপ্রিয় ও প্রখ্যাত এই নজরুল সঙ্গীতশিল্পীর গান শুনতে পারবেন শ্রোতারা। জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত বাংলাদেশের স্বনামধন্য নজরুল সঙ্গীতশিল্পী ফিরোজা বেগম। পুরো দক্ষিণ এশিয়াতে নজরুল সঙ্গীতকে জনপ্রিয় করতে যার রয়েছে উল্লেখযোগ্য ভূমিকা। দশ বছর বয়সে জাতীয় কবির সঙ্গে তাঁর সাক্ষাত। এরপর থেকে তার ছাত্রী হিসেবে গানের চর্চা শুরু। ১৯৬০-এর দশকে নজরুল সঙ্গীত গাওয়া শুরু করেন ফিরোজা বেগম। অন্যদিকে জনপ্রিয় শিল্পী কণার গাওয়া ‘পরদেশী মেঘ’ শিরোনামে আরও একটি নজরুল সঙ্গীত মুক্তি পেয়েছে এ্যাপটিতে। জাতীয় কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে নজরুল সঙ্গীতের একটি বিশেষ প্লে-লিস্টেরও আয়োজন করে রবি-ইয়ন্ডার। প্রতিনিয়ত জনপ্রিয় বাংলা ও আন্তর্জাতিক গান প্রকাশের মাধ্যমে রবি-ইয়ন্ডার তাদের প্রতিশ্রুতি রক্ষা করে যাচ্ছে। দেশের সঙ্গীতপ্রেমীদের মধ্যে ইতোমধ্যে জনপ্রিয়তা পেয়েছে এ্যাপটি। রবি-ইয়ন্ডার মিউজিকের মাধ্যমে নজরুল সঙ্গীত তরুণ সমাজের মাঝে জনপ্রিয় হয়ে উঠবে বলে প্রত্যাশা রবির। প্রসঙ্গত, রবি আজিয়াটা লিমিটেড মালয়েশিয়ার আজিয়াটা গ্রুপ বারহাদ ও জাপানের এনটিটি ডকোমো ইনকর্পোরেশনের একটি যৌথ উদ্যোগ। ২ কোটি ৭৪ লাখ সক্রিয় গ্রাহক নিয়ে রাজস্বের দিক থেকে রবি বাংলাদেশের দ্বিতীয় মোবাইল ফোন অপারেটর। ১৩ হাজার ৪৯৬টি বিটিএস ও ৪ হাজার ৬০০টিরও অধিক ৩.৫জি সাইট নিয়ে দেশের প্রায় ৯৯ ভাগ জনসংখ্যা রবি নেটওয়ার্কের অন্তর্ভুক্ত। রবি বাজারের সবচেয়ে বিস্তৃত আন্তর্জাতিক রোমিং সেবা প্রদান করছে, যা ১৪০টি দেশে ৩৮৫টির বেশি অপারেটরকে সংযুক্ত করেছে। দেশের প্রথম অপারেটর হিসেবে রবি জিপিআরএস ও ৩.৫জি সেবা চালু করেছে। অপারেটরটি ডিজিটাল সেবা চালুর দিক থেকে অনেক ক্ষেত্রে পথিকৃতের ভূমিকা পালন এবং গ্রামীণ ও উপশহর অঞ্চলগুলোর সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য মোবাইল আর্থিক সেবা চালু করতে ব্যাপক বিনিয়োগ করেছে।
×