ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মহাকাশে ভুতুড়ে গ্যালাক্সি!

প্রকাশিত: ০৬:১৪, ২৮ আগস্ট ২০১৬

মহাকাশে ভুতুড়ে গ্যালাক্সি!

চেহারায় আমাদের মিল্কিওয়ের মতো হলেও, একেবারে ঘুটঘুটে অন্ধকারে ভরা একটা ভুতুড়ে গ্যালাক্সির সন্ধান মিলেছে এই প্রথম। যে গ্যালাক্সিতে তারার সংখ্যা খুবই সামান্য। ফলে আমাদের আকাশগঙ্গার (ছায়াপথ) মতো তার কোণায় কোণায় আলো জ্বলে না। আর সেই ভূতুড়ে গ্যালাক্সির প্রায় গোটা শরীরটাই (৯৯.৯৯ শতাংশ) ভরা রয়েছে অজানা-অচেনা পদার্থে। যার নাম ডার্ক ম্যাটার। তাই গোটা গ্যালাক্সিতে যেন ‘বিদিশার নিশা’! জমাট বাঁধা ভূতুড়ে অন্ধকার ফুঁড়ে ওই গ্যালাক্সির কিছু কিছু তারার আলো গ্যালাক্সির চারপাশে যেন তৈরি করেছে একটা জ্যোতি! সেই ‘জ্যোতি’ ছিল ভাগ্যিস। সেই আলোতেই টেলিস্কোপের লেন্সে ধরা দিয়েছে সেই ‘কৃষ্ণকলি’ ভূতুড়ে গ্যালাক্সি। যার নাম ‘ড্রাগনফ্লাই-ফোরটি ফোর’। ইয়েল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পিটার ভন ডোক্কুমের নেতৃত্বে জ্যোতির্বিজ্ঞানীদের একটি আন্তর্জাতিক দল এই ভূতুড়ে গ্যালাক্সিটির সন্ধান পেয়েছে সম্প্রতি। গবেষণাপত্রটি ছাপা হয়েছে বিজ্ঞান-জার্নাল ‘এ্যাস্ট্রোফিজিক্যাল লেটার্স জার্নাল’-এ। শরীরের ভেতর ডার্ক ম্যাটার রয়েছে- এমন গ্যালাক্সির আবিষ্কার অবশ্য এই প্রথম নয়। এর আগেও এমন গ্যালাক্সির খোঁজ মিলেছে। সেগুলোর নাম ‘আলট্রা-ফেন্ট ডোয়ার্ফ গ্যালাক্সি’। তবে সেই গ্যালাক্সিগুলো ছোট ছোট, তেমন ভারিও নয় সেগুলো। ‘ড্রাগনফ্লাই- ফোরটি ফোর’ গ্যালাক্সির ভরের ১০ হাজার ভাগের মাত্র এক ভাগ ওই ছোট ছোট গ্যালাক্সিগুলোর ভর। তার মানে, এটা বলাই যায়- মহাকাশে ডার্ক ম্যাটারের এতবড় ‘খনি’র সন্ধান মেলেনি এর আগে। ফলে আগামী দিনে ডার্ক ম্যাটারের তল্লাশে বড় ল্যাবরেটরি হতে চলেছে এ ড্রাগনফ্লাই-ফোরটি ফোর! -লাইভ সায়েন্স
×