ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ক্লিনটন ফাউন্ডেশনের দাতারা সহজেই হিলারির সঙ্গে যোগাযোগ করতে পারতেন

প্রকাশিত: ০৪:০৭, ২৪ আগস্ট ২০১৬

ক্লিনটন ফাউন্ডেশনের দাতারা সহজেই হিলারির সঙ্গে যোগাযোগ করতে পারতেন

হিলারি ক্লিনটন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে আন্তর্জাতিক পর্যায়ে তার পরিচিত লোকজন ও তহবিল যোগানদাতারা সহজেই যে ঘনিষ্ঠ মহলের সঙ্গে যোগাযোগ করতে পারতেন সদ্য প্রকাশিত তার ডেপুটি চীফ অব স্টাফের নথিপত্র থেকে সেটি জানা গেছে। এ বিষয়ে আগেই কথা উঠলেও সদ্য প্রকাশিত ইমেলগুলো থেকে জানা গেছে, ক্লিনটন ফাউন্ডেশনের দাতারা খুব সহজেই হিলারি ও তার পররাষ্ট্র দফতরের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে পারতেন। হিলারি এবার ডেমোক্র্যাটিক দল থেকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হয়েছেন। খবর ওয়াশিংটন পোস্ট অনলাইনের। এ নিয়ে আগেও কথা শোনা গিয়েছিল যে হিলারি পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে ক্লিনটন ফাউন্ডেশনের দাতাদের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্টাফদের নাগাল পাওয়া কোন কঠিন কাজ ছিল না। জুডিশিয়াল ওয়াচ নামে একটি রক্ষণশীল নজরদারি সংস্থা সোমবার আদালতে ৭২৫ পৃষ্ঠার ইমেল যোগাযোগের বিবরণ প্রকাশ করেছে। এতে হিলারি পররাষ্ট্রমন্ত্রী থাকার সময়ে তার ডেপুটি চীফ অব স্টাফ হুমা আবেদিনের ইনবক্স থেকে নেয়া ইমেলগুলো ছিল। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে হিলারির গোপনীয় কাগজপত্র দেখাশোনার দায়িত্বও পালন করতেন হুমা। দেখা গেছে, একটি ক্রীড়া সংগঠনের নির্বাহীর দায়িত্বে থাকা ক্লিনটন ফাউন্ডেশনের একজন গুরুত্বপূর্ণ দাতা একজন ব্রিটিশ ফুটবল খেলোয়াড়ের যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য ভিসার তদবির করছেন। অথচ ওই খেলোয়াড় অতীতে অপরাধমূলক কর্মকা-ের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। একটি জাঁকজমকপূর্ণ বার্ষিক সম্মেলনে হিলারির সঙ্গে শেষ মুহূর্তে কিছুক্ষণ কথা বলতে চাওয়ার বিনিময়ে বাহরাইনের ক্রাউন প্রিন্স তার দাতব্য সংস্থায় ৫০ হাজার ডলারের বেশি দিয়েছিলেন। ইউটু ব্যান্ডের শিল্পী ও সমাজসেবী বোনো ক্লিনটন ফাউন্ডেশনের অনুষ্ঠানে নিয়মিত দান করে থাকেন।
×