ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

যশোরে গুলিতে দুই যুবক নিহত

প্রকাশিত: ০৬:৩৯, ২১ আগস্ট ২০১৬

যশোরে গুলিতে দুই যুবক নিহত

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ শুক্রবার মধ্যরাতে কথিত গোলাগুলিতে যশোরে দুই যুবক নিহত হয়েছে। বেনাপোল সড়কের পুলেরহাট গেঞ্জিমিল এবং শহরের পৌর পার্ক এলাকা থেকে এই দুইটি লাশ উদ্ধার করা হয়। তবে তাদের পরিবারের অভিযোগ পুলিশ তাদের ধরে নিয়ে গুলি করে হত্যা করেছে। নিহত দুই জনের একজন হলো খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার গাড়াখোলা গ্রামের আবদুর রশিদ বিশ্বাসের ছেলে আজিম বিশ্বাস (৩২)। অন্যজন যশোর শহরের খোলাডাঙ্গা এলাকার আব্বাস গাজীর পুুত্র হাবিব গাজী। শুক্রবার মধ্যরাতে যশোর শহরের পৌরপার্ক থেকে আজিম বিশ্বাসের গুলিবিদ্ধ লাশ হাসপাতালে এনেছিল কোতোয়ালি পুলিশ। শনিবার দুপুরে নিজ স্বামীর লাশ শনাক্ত করেন স্ত্রী নাজমা বেগম। ফুলতলার লোক হলেও আজিম বিশ্বাস সপরিবারে বসবাস করতেন যশোর শহরের নীলগঞ্জ মহাশ্মশান রোডে। তিনি যশোরে মোটরপার্টস সাপ্লাইয়ার ছিলেন বলে স্ত্রী নাজমার দাবি। তবে পুলিশ বলছে, আজিমের বিরুদ্ধে মোটরসাইকেল চুরি-ডাকাতির পাঁচটি মামলা আছে। নাজমা বেগম জানান, তার স্বামী একটি মামলায় হাজিরা দিতে গত রবিবার আদালতের উদ্দেশে বাড়ি থেকে বের হন। এর পর তার আর কোন সন্ধান মেলেনি। তিনি লোকমুখে শুনেছেন, আজিমকে পুলিশ ধরে নিয়েছে। যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাটের কাছ থেকে গুলিবিদ্ধ লাশটি হলো যশোর শহরতলীর খোলাডাঙ্গা এলাকার আব্বাস গাজীর ছেলে হাবিব গাজী (২৬)। শনিবার সকালে যশোর জেনারেল হাসপাতালের মর্গে এসে নিহতের ভাই আসাদ গাজী তার লাশ শনাক্ত করেন। আসাদ গাজী দাবি করেন, হাবিব গাড়ির ইঞ্জিন মিস্ত্রি। বাড়িতেই থাকতেন এবং ভাইয়ের কৃষিকাজে সহায়তা করতেন। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে খোলাডাঙ্গা এলাকার হাসান দফাদারের বাড়ি থেকে তার ভাইসহ একই এলাকার মিঠুন, আজিজুর, হোসেন এবং সোহেল নামে পাঁচ যুবককে পুলিশ ধরে নিয়ে যায়। এদের মধ্যে মিঠুন ও আজিজুরকে শুক্রবার আদালতে চালান দেয় এবং হোসেন ও সোহেলকে সে রাতেই ছেড়ে দেয়া হয়। টেলিভিশনে খবর দেখে সকালে হাসপাতাল মর্গে এসে তিনি তার ভাইকে মৃত অবস্থায় দেখতে পান। সিলেটে হামলায় ব্যবসায়ী স্টাফ রিপোর্টার সিলেট অফিস থেকে জানান, দক্ষিণ সুরমার লালাবাজারে সন্ত্রাসী হামলায় মোঃ আজির মিয়া (৪৫) নামের এক ফার্মেসি ব্যবসায়ী নিহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে দশটার দিকে লালাবাজার ব্রিজের ওপর হামলার ঘটনা ঘটে। আজির মিয়ার বাড়ি বিশ্বনাথ উপজেলার টেংরা গ্রামে। তার পিতার নাম মৃত মফসসর আলী। জানা যায়, ডায়াবেটিকস বিশেষজ্ঞ নাদির হোসেন চৌধুরী আজির উদ্দিনের ফার্মেসিতে প্র্যাকটিস করতেন। গত বুধবার রাতে তার ডাক্তার নাদির তার প্রাইভেট কারটি স্থানীয় জুনাব আলী রাইস মিলের সামনে পার্কিং করে চেম্বার করতে আসেন। এ সময় ভরাউটা গ্রামের আল ইছলাহ নেতা আজাদ তার প্রাইভেট কার দিয়ে ডাক্তার নাদিরের কারের পেছনে ধাক্কা দেন। এতে নাদিরের কার ক্ষতিগ্রস্ত হয়। এ নিয়ে আজির উদ্দিনের সঙ্গে আজাদের বাকবিত-া হয়। পরে এলাকার মুরব্বিদের হস্তক্ষেপে আগামী রবিবার বিষয়টি দেখে দেয়ার তারিখ নির্ধারণ করা হয়। শুক্রবার রাতে ফার্মেসি বন্ধ করে বাড়ি যাওয়ার পথে লালাবাজার সেতুতে যাওয়া মাত্রই আজাদ, তার ভাই ছাত্রলীগ নেতা রিয়াজ, সহযোগী সাইফুলসহ ১৫/২০ জন আজির উদ্দিনের পথরোধ করে স্টিলের রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করে চলে যায়। পরে স্থানীয় ব্যবসায়ীরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আজির দ্দনকে উদ্ধার করলেও এর আগেই তার মৃত্যু ঘটে। এ ঘটনার প্রতিবাদে রাতে স্থানীয় ব্যবসায়ীরা ঢাকা-সিলেট মহাসড়ক সড়ক অবরোধ করে রাখেন। কেরানীগঞ্জে লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা কেরানীগঞ্জ থেকে জানান, দক্ষিণ কেরানীগঞ্জে আমিনুল ইসলাম (৪৪) নামে এক ব্যক্তির জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১০টার দিকে তেঘরিয়া ইউনিয়নের পশ্চিমদি এলাকায় সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়। শাহজাদপুরে যুবকের মৃত্যু সংবাদদাতা, শাহজাদপুর (সিরাজগঞ্জ) থেকে জানান, যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার হাবিবুল্লাহনগড় ইউপির কুমিরগোয়ালিয়া গ্রামে নিজ ঘরে মোঃ নয়ন (১৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, ৬ মাস পূর্বে পার্শ্ববর্তী গ্রামের মজিদের কন্যা নাসিমা (১৭) ও কুমিরগোয়ালিয়া গ্রামের আবু সাঈদের পুত্র নয়নের (১৮) বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ চলে আসছিল। সম্প্রতি স্ত্রী নাসিমা বাবার বাড়িতে থাকলেও শুক্রবার হঠাৎ করে স্বামীর বাড়িতে আসে ও রাতে দুজনে একঘরেই ঘুমায়। স্ত্রী বাড়িতে আসার পরের দিনই স্বামীর মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্ট হয়।
×