ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এ্যামনেস্টির প্রতিবেদন

সিরিয়ায় পাঁচ বছরে ১৮ হাজার বন্দীর মৃত্যু

প্রকাশিত: ০৬:১১, ১৯ আগস্ট ২০১৬

সিরিয়ায় পাঁচ বছরে ১৮ হাজার বন্দীর মৃত্যু

সিরিয়ায় ২০১১ থেকে ২০১৫ এই পাঁচ বছরে সরকারী হেফাজতে প্রায় ১৮ হাজার বন্দীর মৃত্যু হয়েছে। এ ছাড়া কারাবন্দীদের পেটানো এবং ধর্ষণের মতো নির্যাতনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ তথ্য জানিয়েছে। এ্যামনেস্টি জানিয়েছে, তারা ৬৫ জন নির্যাতিতের সাক্ষাতকারসহ একটি প্রতিবেদন তৈরি করেছে যেখানে কারাবন্দীদের নির্যাতনের এ তথ্য উঠে এসেছে। ওই ৬৫ নির্যাতিত ব্যক্তি কারাগারগুলোতে নির্যাতনের লোমহর্ষক বর্ণনা দিয়েছেন। এ নির্যাতন বন্ধের জন্য দামেস্ককে চাপ দেয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে এ্যামনেস্টি। ‘ইট ব্রেকস দ্য হিউম্যান টর্চার ডিজিজ এ্যান্ড ডেথ ইন সিরিয়া’স প্রিজনস নামের এ্যামনেস্টির ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০১১ সালের মার্চে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হওয়ার পর থেকে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত সিরিয়ার কারাগারে ১৭ হাজার ৭২৩ জনের বেশি লোক মারা গেছে। সে হিসেবে প্রতিদিন প্রায় ১০ জনের মতো এবং মাসে ৩০০ এর বেশি লোক মারা গেছে। বন্দীদের কারাগারে পৌঁছানোর পর থেকেই প্রচ- মারধরের শিকার হতে হয় এবং এই নির্যাতন সিরিয়ার কারাগারগুলোতে ‘ওয়েলকাম পার্টি’ নামে পরিচিত। কারাগারগুলোতে নিরাপত্তা তল্লাশির নামে পুরুষ গার্ডরা নারী বন্দীদের ধর্ষণ ও যৌন নির্যাতন করে বলে জানায় এ্যামনেস্টি। সামির নামের সাবেক এক কারাবন্দী এ্যামনেস্টিকে বলেন, আমাদের সঙ্গে পশুর মতো আচরণ করা হতো। তারা চাইত আমাদের সঙ্গে যতটা সম্ভব অমানবিক আচরণ করতে। -বিবিসি
×