ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ওয়ালটনে ইন্টার্ন করার সুযোগ পেলেন তিন শতাধিক প্রকৌশলী

প্রকাশিত: ০৪:৩৪, ১৭ আগস্ট ২০১৬

ওয়ালটনে ইন্টার্ন করার সুযোগ পেলেন তিন শতাধিক প্রকৌশলী

ওয়ালটন সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম কর্তৃপক্ষ এবছর ৩ শতাধিক ডিপ্লোমা প্রকৌশলীকে হাতে-কলমে কারিগরি শিক্ষা দিচ্ছে। ইন্ডাস্ট্রিয়াল এ্যাটাচমেন্ট কোর্সের আওতায় তিন মাস মেয়াদী ইন্টার্নশিপের মাধ্যমে দেয়া হচ্ছে এই বিশেষ প্রশিক্ষণ। সম্প্রতি এ উপলক্ষে এক ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করা হয়। রাজধানীর খিলগাঁও-এ বজরা আর্ট এ্যান্ড ডাইন রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (পলিসি, এইচআরএম এ্যান্ড এ্যাডমিন) এসএম জাহিদ হাসান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর মাহমুদুল হক, এডিশনাল ডিরেক্টর নিয়ামুল হক, সিনিয়র এ্যাসিস্টেন্ট ডিরেক্টর এসএম নাসির উদ্দিনসহ সার্ভিস সেন্টারের বিভিন্ন বিভাগের প্রধানগণ। উল্লেখ্য, বাংলাদেশে একমাত্র ওয়ালটনেরই রয়েছে আইএসও সনদপ্রাপ্ত উচ্চমানের সার্ভিস সিস্টেম। -অর্থনৈতিক রিপোর্টার কুয়েতে সর্বোচ্চ ৮৩ শতাংশ বাড়ছে গ্যাসের দাম জ্বালানি খাতে ভর্তুকি কমাতে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কুয়েত সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশটিতে প্রিমিয়াম গ্যাসের দাম বর্তমান দামের তুলনায় সর্বোচ্চ ৮৩ শতাংশ বাড়ছে। এছাড়া মাঝারি মানের গ্যাসের দাম ৬২ শতাংশ এবং নিত্য ব্যবহার্য গ্যাসের দাম ৪২ শতাংশ বাড়ানো হচ্ছে। বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের দাম হ্রাসের পরও রাজস্ব আয় স্থিতিশীল রাখতে সম্প্রতি এই সিদ্ধান্ত নিয়েছে কুয়েতের মন্ত্রিসভা। আগামী সেপ্টেম্বর মাস থেকে কুয়েতে বর্ধিত দামে গ্যাস বিক্রি হবে। দেশটির জনপ্রিয় সংবাদমাধ্যম কুয়েত টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, জ্বালানি ও খাদ্যপণ্যের ওপর ভর্তুকি কমানোর পাশাপাশি রাজস্ব বাড়ানোর জন্য কর নীতিতেও পরিবর্তন আনছে কুয়েত সরকার। যেকোন পণ্যের লাভের ওপর ১০ শতাংশ বাড়তি কর দেবে কোম্পানিগুলো। এতে আরও জানানো হয়েছে, কুয়েতের রাজস্ব আয়ের বেশিরভাগই তেল ও গ্যাস থেকে আসে। -অর্থনৈতিক রিপোর্টার কোরবানির ঈদ ঘিরে ফ্রিজ বিক্রির প্রস্তুতি ওয়ালটনের অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশে ঈদ-উল-আযহা বা কোরবানির ঈদকে ধরা হয় ফ্রিজ বিক্রির প্রধান মৌসুম। আর তাই এবারের কোরবানির ঈদে বিপুল পরিমাণ ফ্রিজ বিক্রির প্রস্তুতি নিয়েছে ওয়ালটন। ঈদ সামনে রেখে তাদের টার্গেট সাড়ে চার লাখ ফ্রিজ বিক্রির। কর্তৃপক্ষের মতে, ওয়ালটন ফ্রিজের প্রতি ভোক্তাদের আস্থা অনেক বেড়েছে। বিশেষ করে উচ্চ গুণগত মান এবং সাশ্রয়ী মূল্যের কারণে ওয়ালটন ফ্রিজের চাহিদা ও বিক্রি দিন দিন বাড়ছে। জানা গেছে, রোজার ঈদের পরপরই ওয়ালটন কারখানায় ফ্রিজের উৎপাদন বাড়ানো হয়েছে। প্রতিদিন তৈরি হচ্ছে ছয় থেকে সাত হাজার ফ্রিজ। প্লাজা ও পরিবেশকদের কাছে কারখানা থেকে ২৪ ঘণ্টা ফ্রিজ ডেলিভারি দেয়া হচ্ছে। সরবরাহ স্বাভাবিক রাখতে প্রস্তুত করে রাখা হয়েছে পর্যাপ্ত যানবাহন। কারখানায় গড়ে তোলা হয়েছে প্রায় দেড় লাখ ফ্রিজের মজুদ। যাতে আকস্মিক চাহিদা বৃদ্ধিতেও সরবরাহ স্বাভাবিক রাখা যায়। ঈদে বিপুল পরিমাণ ফ্রিজ বিক্রির লক্ষ্যমাত্রার বিষয়ে কর্তৃপক্ষ যুক্তি দেখাচ্ছে ধারাবাহিক প্রবৃদ্ধির। গত বছরের প্রথম সাত মাসের তুলনায় চলতি বছরের প্রথম সাত মাসে ৬১ শতাংশ ফ্রিজ বেশি বিক্রি হয়েছে ওয়ালটনের। আবার গত বছরের শুধু জুলাই মাসের তুলনায় এবছর জুলাই মাসে বিক্রি বেড়েছে প্রায় ৮৯ শতাংশ।
×