ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাজারে ওষুধ খাতের কোম্পানির চাহিদা বেড়েছে

প্রকাশিত: ০৪:২৯, ১৭ আগস্ট ২০১৬

বাজারে ওষুধ খাতের কোম্পানির চাহিদা বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে সূচকের মিশ্রাবস্থা থাকলেও মঙ্গলবারে ওষুধ খাতের কোম্পানিগুলোতে চাহিদা বেশি ছিল। বিশেষ করে খাতটির স্বল্প মূলধনী কোম্পানি এক্ষেত্রে এগিয়ে ছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার টপটেন গেইনার তালিকায় আধিপত্য বিস্তার করেছে ওষুধ খাতের কোম্পানি। শুধু তাই নয়, দরবৃদ্ধির তালিকায় থাকা ১০টির মধ্যে ৪টি ওষুধ খাতের কোম্পানি। কোম্পানিগুলো হচ্ছে- এমবি ফার্মা, ফার্মা এইডস, ওয়াটা কেমিক্যাল ও লিবরা ইনফিউশন। ডিএসইর তথ্য অনুযায়ী, এমবি ফার্মা ৪১ টাকা ৩০ পয়সা বা ৮ দশমিক ৭৪ শতাংশ দর বেড়ে দরবৃদ্ধির তালিকার তৃতীয় স্থানে রয়েছে। শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ৫১৩ টাকা ৭০ পয়সা দরে। এদিন কোম্পানিটি এক হাজার ২১১ বারে ৮৯ হাজার ৯১২টি শেয়ার লেনদেন করেছে। ফার্মা এইডস ২৪ টাকা ২০ পয়সা বা ৮ দশমিক ৭৩ শতাংশ দর বেড়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে। শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ৩০১ টাকা দরে। এদিন কোম্পানিটি দুই হাজার ২৫২ বারে ২ লাখ ৪৯ হাজার ৯১৭টি শেয়ার লেনদেন করেছে। ওয়াটা কেমিক্যালসের দর বেড়েছে ১৩ টাকা ৩০ পয়সা বা ৮ দশমিক ২৩ শতাংশ। আজ শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ১৭৪ টাকা ৯০ পয়সা দরে। এদিন কোম্পানিটি ৭৯৮ বারে ৯৬ হাজার ৭৭৬টি শেয়ার লেনদেন করে। এছাড়া তালিকায় থাকা লিবরা ইনফিউশনের ৫৪ টাকা ৩০ পয়সা বা ৭ দশমিক ৪৯ শতাংশ দর বেড়েছে। এছাড়া একই খাতের ইবনে সিনার নামের কোম্পানিটির দর বেড়েছে ৮ দশমিক ৪০ টাকা। দিনশেষে কোম্পানিটির সমাপনী মূল্য ছিল ২৫৮ দশমিক ৩০ টাকা। একইভাবে এসিআই ফর্মুলেশনের দর বেড়েছে ৪ দশমিক ৫০ টাকা। কোম্পানিটির প্রতিটি শেয়ারের দর বেড়েছে ২.৬৯ শতাংশ। খাতটির মোট ২৮টির মধ্যে ১৫টির দর বেড়েছে।
×