ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ডিএসইর রাজস্ব আদায় কমেছে

প্রকাশিত: ০৬:২০, ১৪ আগস্ট ২০১৬

ডিএসইর রাজস্ব আদায় কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি ২০১৬-১৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে সরকারের রাজস্ব আদায় প্রায় অর্ধেক কমেছে। গত জুন মাসের তুলনায় এই রাজস্ব কমেছে ৪৭ দশমিক ৫০ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য মতে, গত জুলাই মাসে ডিএসই থেকে সরকারের রাজস্ব এসেছে ৮ কোটি ৪৭ লাখ ৬৪ হাজার ৫১১ টাকা। যা এর আগের মাসে ছিল ১৬ কোটি ১৪ লাখ ৬৫ হাজার ৪৬৭ টাকা। সেই হিসেবে কমেছে ৭ কোটি ৬৭ লাখ ৯৫৬ টাকা বা ৪৭ দশমিক ৫০ শতাংশ। আলোচ্য সময়ে সদস্য প্রতিষ্ঠানগুলো থেকে রাজস্ব এসেছে ৬ কোটি ৩৭ লাখ ৩৬ হাজার ১৪৫ টাকা। যা এর আগের মাসে ছিল ৮ কোটি ১৩ লাখ ৮২ হাজার ৯৫৪ টাকা। সেই হিসেবে কমেছে ১ কোটি ৭৬ লাখ ৪৬ হাজার ৮০৯ টাকা বা ২১ দশমিক ৬৮ টাকা। আবার একই সময়ে উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারধারীদের কাছ থেকেও রাজস্ব আদায় কমেছে প্রায় ৭৩ দশমিক ৭৪ শতাংশ বা ৫ কোটি ৯০ লাখ ৫৪ হাজার ১৪৭ টাকা। আলোচ্য সময়ে উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারধারীদের কাছ থেকে রাজস্ব আদায় হয়েছে ২ কোটি ১০ লাখ ২৮ হাজার ৩৬৬ টাকা। যা এর আগের মাসে ছিল ৮ কোটি ৮২ হাজার ৫১৩ টাকা। ১০ খাতের দর বেড়েছে অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১০ খাতে দর (রিটার্ন) বেড়েছে। অন্যদিকে দর কমেছেও ১০ খাতে। লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, আলোচিত সপ্তাহে সিমেন্ট খাতে দশমিক ৪৪ শতাংশ দর বেড়েছে। প্রকৌশল খাতে ৪ দশমিক ১৩ শতাংশ, পাট খাতে ১ দশমিক ৭০ শতাংশ, বিবিধ খাতে দশমিক ৬১ শতাংশ, আর্থিক খাতে দশমিক ৯৯ শতাংশ, কাগজ খাতে ৮ দশমিক ৩০ শতাংশ, সেবা ও আবাসন খাতে ১ দশমিক ৬৮ শতাংশ, ট্যানারি খাতে ১ দশমিক ৩১ শতাংশ, বস্ত্র খাতে ২ দশমিক ৭ শতাংশ ও ভ্রমণ-অবকাশ খাতে ১ দশমিক ৪৪ শতাংশ দর বেড়েছে। অন্যদিকে গত সপ্তাহে ব্যাংক খাতে দশমিক ৬০ শতাংশ, সিরামিক খাতে দশমিক ৬১ শতাংশ, খাদ্য ও আনুসঙ্গিক খাতে দশমিক ৬৭ শতাংশ, জ্বালানি-বিদ্যুত খাতে দশমিক ৭২ শতাংশ, সাধারণ বীমা খাতে দশমিক ৪০ শতাংশ, জীবন বীমা খাতে ২ দশমিক ৩১ শতাংশ, আইটি খাতে ১ দশমিক ৪০ শতাংশ, মিউচুয়াল ফান্ড খাতে ১ দশমিক ৮৮ শতাংশ, ওষুধ খাতে দশমিক ৯ শতাংশ ও টেলিকমিউনিকেশন খাতে ১ দশমিক ৩১ শতাংশ দর কমেছে।
×