ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিলেটকে পরিচ্ছন্ন রাখতে সিটি কর্পোরেশনের নানা উদ্যোগ

প্রকাশিত: ০৬:৪৪, ১৩ আগস্ট ২০১৬

সিলেটকে পরিচ্ছন্ন রাখতে সিটি কর্পোরেশনের  নানা উদ্যোগ

স্টাফ রিপোর্টার ॥ পর্যটননগরী সিলেটকে আরও আকর্ষণীয় এবং পরিচ্ছন্ন রাখতে সিলেট সিটি কর্পোরেশন নানা উদ্যোগ হাতে নিয়েছে। এর ধারাবাহিকতায় সড়কের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি নগরীর প্রধান সড়কে বসানো হয়েছে ডাস্টবিন। পর্যায়ক্রমে সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডকে পরিচ্ছন্ন রাখতে এ ধরনের ডাস্টবিন বসানো হবে বলে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন। মাজারভিত্তিক পর্যটন নগরী সিলেটে পর্যটক সংখ্যা দিন দিন বাড়ছে। পর্যটকরা জাফলং, বিছানাকান্দি, রাতারগুল, পান্তুমাইসহ সিলেট অঞ্চলে অবস্থিত নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করার জন্য প্রথমে সিলেট নগরীতে অবস্থান করে থাকেন। তাই সিলেট নগরীর সড়কগুলোর আকর্ষণ বাড়ানোর পাশাপাশি পরিচ্ছন্ন রাখতে প্রধান সড়কগুলোতে ঢাকা সিটি কর্পোরেশনের আদলে ডাস্টবিন বসানো হয়েছে। হঠাৎ করে এধরনের ডাস্টবিন ব্যবহারে নগরবাসীর মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ডাস্টবিনগুলো ব্যবহারে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিলেন শাবিপ্রবির পরিবেশ ও পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জহির বিন আলম। প্রথম দফায় নগরীর দরগাহে হযরত শাহজালাল মাজার প্রাঙ্গণ, সিলেট প্রেসক্লাব, জিন্দাবাজার, চৌহাট্টা, মিরাবাজার, নয়াসড়ক, শাহজালাল উপশহর এলাকায় ২৫টি ডাস্টবিন বসানো হয়েছে। শীঘ্রই অন্যান্য স্থানেও এ ধরনের ডাস্টবিন বসানো হবে বলে জানান সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা।
×