ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডিএনসিসিতে মতবিনিময় নাগরিক জীবনে শৃঙ্খলা মেনে চলুন ॥ মেয়র

প্রকাশিত: ০৬:১৮, ১২ আগস্ট ২০১৬

ডিএনসিসিতে মতবিনিময় নাগরিক জীবনে শৃঙ্খলা মেনে চলুন ॥ মেয়র

পরিচ্ছন্ন ও নিরাপদ ঢাকা গড়ার লক্ষ্যে সকলের প্রতি নাগরিক জীবনের শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানালেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। শ্যামলী রিং রোডে অবস্থিত ডিএনসিসি’র সূচনা কমিউনিটি সেন্টারে অঞ্চল ৫ আয়োজিত এক মতবিনিময় সভায় মেয়র এ আহ্বান জানান। দোকান মালিকদের তিনি বলেন, দোকানের সাইনবোর্ড কোন বিজ্ঞাপনের স্থান নয়, এতে কেবলমাত্র সংশ্লিষ্ট দোকানের নাম উল্লেখ থাকা বাঞ্ছনীয়। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে তিনি এ ধরনের দোকানের বিজ্ঞাপনমূলক সাইনবোর্ড অপসারণের সময় বেঁধে দেন। মোহাম্মদপুর, আদাবর, শ্যামলী, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকার ভবনমালিক, ব্যবসায়ী, শিক্ষক-ছাত্রসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রায় ৭০০ জনের অংশগ্রহণে প্রাণবন্ত আলোচনায় মেয়র তার নানামুখী উন্নয়নমূলক উদ্যোগের উদাহরণ দিয়ে বলেন, এগুলো বাস্তবায়নে সকলের সহযোগিতা প্রয়োজন। অঞ্চল ৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এস এম অজিয়র রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় এমপি জাহাঙ্গীর কবির নানক, ডিএনসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এস এম এম সালেহ ভূঁইয়া, প্রধান রাজস্ব কর্মকর্তা মোঃ মমতাজ উদ্দিন, প্রধান সম্পত্তি কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, স্থানীয় কাউন্সিলর ফরিদুর রহমান, মোঃ ফোরকান হোসেন, মোঃ নুরুল ইসলাম রতন, আবুল হাশেম হাসু, মোঃ শফিকুল ইসলাম, মোঃ হাবিবুর রহমান, তারেকুজ্জামান রাজিব, মোঃ আবু তাহের খান, মহিলা কাউন্সিলর শামিমা রহমান ও কাওসার জাহানসহ ডিএনসিসি’র উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।Ñবিজ্ঞপ্তি
×