ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জামালপুরে হাতি নিয়ে মাতামাতি, উদ্ধার অভিযান ফের শুরু

প্রকাশিত: ০৫:২৭, ৯ আগস্ট ২০১৬

জামালপুরে হাতি  নিয়ে মাতামাতি,  উদ্ধার অভিযান ফের শুরু

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ৮ আগস্ট ॥ কয়েক ঘণ্টা স্থগিত থাকার পর সোমবার বিকেলে ফের শুরু করা হয়েছে হাতি উদ্ধার অভিযান। ভারতের অসম থেকে ব্রহ্মপুত্র নদের স্রোতে ভেসে আসা সেই বন্য হাতিটিকে উদ্ধারের প্রধান অন্তরায় হাজার হাজার উৎসুক জনতার মাতামাতি ও বন্যার পানি। উদ্ধারকারী দলের প্রধান অসীম মল্লিক সোমবার সাংবাদিকদের এসব কথা জানান। তিনি বলেন, জামালপুরের সরিষাবাড়ির চরাঞ্চলে রবিবার রাত দশটা থেকে উদ্ধার অভিযান চালানো হয়। এক পর্যায়ে হাতিটি উঁচু স্থানে চলে এলে তাকে ট্রাংকুলাইজার বন্দুক (বৃহৎ প্রাণী অজ্ঞান করার বিশেষ বন্দুক) দিয়ে গুলি করা হয়। গুলিটি সম্ভবত লেগেছে, কারণ, ‘এরপর হাতিটির একটু ঝিমুনি আসছিল এবং সে এলোমেলোভাবে ঘুরছিল।’ তারাও অপেক্ষা করছিলেন হাতিটির অজ্ঞান হয়ে পড়ার জন্য। কিন্তু মানুষের ভিড়ের চাপে ও মাতামাতির এক পর্যায়ে হাতিটি তাদের দৃষ্টিসীমার আঁড়ালে চলে যায়। অসীম মল্লিক আরও জানান, দিনের বেলা মানুষের ভিড়ের চাপে ও মাতামাতিতে হাতি উদ্ধারের চেষ্টা ব্যাহত হচ্ছিল। তাই রাতে উদ্ধার করার সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু দৃষ্টির আড়ালে চলে যাওয়ায় রাতে উদ্ধার কার্যক্রম স্থগিত করা হয়। সোমবার দুপুরে হাতি অবস্থানের খবর নিশ্চিত হয়ে আবার উদ্ধার অভিযান শুরু করা হয়। বিকেলে শেষ খবর পাওয়া পর্যন্ত হাতি উদ্ধার অভিযান চলছিল। এদিকে ভারত থেকে আসা তিন সদস্যের একটি বিশেষজ্ঞ প্রতিনিধি দল টানা তিনদিনের আপ্রাণ চেষ্টার পরও উদ্ধারে ব্যর্থ হয়ে রবিবার জামালপুর ত্যাগ করেণ। সোমবার ঢাকায় বন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে ওই দলটি ভারতের উদ্দেশে যাত্রা করে বলে জানিয়েছেন জামালপুরের জেলা প্রশাসক মোঃ শাহাবুদ্দিন খান। অন্যদিকে উদ্ধারকারী দলের কর্মকর্তারা জানিয়েছেন, গত ২৭ জুন বাংলাদেশে প্রবেশের পর আনুমানিক ৫ টন ওজনের হাতিটি খাবারের অভাবে এখন অনেকটাই দুর্বল। কেননা, বাংলাদেশে প্রবেশের পর এটি কুড়িগ্রাম, সিরাজগঞ্জ ও বগুড়ার চরাঞ্চলে বন্যার পানির ভেতর ক্রমাগত এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিল বন্য হাতিটি। এই সময়কালে সে অন্তত ৪ থেকে ৫শ’ কিলোমিটার পথ অতিক্রম করেছে।
×