ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ওহাইওর গবর্নর ক্যাসিক ও আরিজোনার সিনেটর ফ্লেকের আভাস

হেরে যাবেন ট্রাম্প ॥ দুই রিপাবলিকান ঘাঁটিতে

প্রকাশিত: ০৪:১৭, ৯ আগস্ট ২০১৬

হেরে যাবেন ট্রাম্প ॥ দুই রিপাবলিকান  ঘাঁটিতে

ডোনাল্ড ট্রাম্পের সমালোচনায় মুখর দুই নির্বাচিত রিপাবলিকান কর্মকর্তা তাদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ওহাইও ও আরিজোনা অঙ্গরাজ্যে তার বিজয় লাভের সামর্থ্য নিয়ে সন্দেহ ব্যক্ত করেছেন। এর আগে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প তার প্রচার অভিযানে এক কঠিন সপ্তাহ পার করেন। ওহাইওর গবর্নর জন ক্যাসিক ও সিনেটর জেফ ফ্লেক (আরিজোনা) টেলিভিশন সাক্ষাতকারে বলেন, তাদের অঙ্গরাজ্যে ডেমোক্র্যাটিক প্রার্থী হিলারি ক্লিনটনের জয় ঠেকাতে হলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে ট্রাম্পকে তার ভূমিকা বদলাতে হবে। সাক্ষাতকারটি রবিবার সম্প্রচার করা হয়। এ হতাশা তাদের ইতোপূর্বেকার অনুরূপ মন্তব্যেরই প্রতিধ্বনি। কিন্তু সর্বশেষ দফার সন্দেহ ব্যক্ত হওয়ার এক সপ্তাহ আগে ট্রাম্প তার দলের বড় বড় নেতা ও ইরাকে নিহত এক আর্মি ক্যাপ্টেনের মুসলিম আমেরিকান মা-বাবার সমালোচনা করেন। এতে জনমত জরিপে হিলারির অনেক পিছে পড়তে থাকা ট্রাম্পকে নিয়ে রিপাবলিকান পার্টির চলমান উদ্বেগই স্পষ্ট হয়ে দেখা দিল। এদিকে, ট্রাম্পপন্থী একটি সুপার প্যাক ব্যবসায়ী মোগলের পক্ষে জনমত ঘুরিয়ে আনার চেষ্টায় হিলারিকে আক্রমণ করে। এক বিজ্ঞাপন প্রচার শুরু করেছেন। সিএনএনের স্টেট অব দ্য ইউনিয়নের সঙ্গে এক সাক্ষাতকারে ক্যাসিক ওহাইও অঙ্গরাজ্যে জয় অর্জনে ট্রাম্পের সমর্থ্য নিয়ে গুরুতর সন্দেহ ব্যক্ত করেন। তিনি বলেন, যেখানে লোকজন দুর্দশায় পড়েছে ওহাইওর এমন সব অংশে ট্রাম্প জয়ী হতে যাচ্ছেন। তিনি কোন কোন অংশে জয়ী হবেন, কারণ লোকজন ক্ষুব্ধ, হতাশ ও কোন উত্তর পায়নি। কিন্তু এর পারও আমি মনে করি, যদি আপনি বিভাজন সৃষ্টি করেন তবে আপনার ওহাইও জয় কঠিন। আমার মনে হয়, এটি আসলেই কঠিন। সিবিএসের ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে ফ্লেক তার অঙ্গরাজ্যে হিলারি জয়ী হতে পারেন বলে সতর্ক করে দেন। সিনেটর বলেন, আরিজোনায় জয়ী হতে হলে ট্রাম্পকে আরও দায়িত্বশীল অবস্থান নিতে হবে। এ অঙ্গরাজ্য রিপাবলিকানদের পক্ষেই থাকে, কিন্তু ক্রমবর্ধমান হিসপ্যানিক জনসংখ্যার কারণে সেখানে প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র রূপ নিতে পারে। ফ্লেক বলেন, আরিজোনাতে হিসপ্যানিকদের ভোট দেয়া খুবই জরুরী। যদি তারা ভোট দেয়, তা হলে পরিস্থিতি পাল্টে যাবে। আমরা আরিজোনাবাসী মনে করি, আমাদের অভিবাসন নীতির অর্থ বহ সংস্কার করতে হবে। সিনেটর আরও বলেন, ট্রাম্পকে অভিবাসন, যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশের ওপর তার প্রস্তাবিত নিষেধাজ্ঞা এবং ন্যাটোতে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ নিয়ে তার প্রশ্ন উত্থাপনÑ এসব বিষয়ে ভিন্ন অবস্থান নিতে হবে। ক্যাসিক ট্রাম্পকে অনুমোদন করেননি। তিনি ক্লিভল্যান্ডে অনুষ্ঠিত রিপাবলিকান ন্যাশনাল কনভেনশন এড়িয়ে যান। তিনি বলেন, ট্রাম্প ভোটারদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে কাজ করছেন, তা তিনি দেখতে চান। গবর্নর বলেন, তিনি হিলারিকে সমর্থন করেন না নবেম্বরের নির্বাচনে তিনি কি করবেন সেই প্রশ্নে ক্যাসিক কোন সিদ্ধান্ত নেননি বলে জানান। এদিকে, ট্রাম্পপন্থী সুপারপ্যাক রিবিল্ডিং আমেরিকা নাও ক্লিনটন ফাউন্ডেশন ও বিদেশী প্রতিষ্ঠানগুলোর মধ্যকার আর্থিক সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলে এবং বিল ক্লিনটন ও হিলারি ক্লিনটনের সম্পদের পরিমাণ তুলে ধরে অনলাইনে এক বিজ্ঞাপন ছেড়েছে। ফ্লোরিডার গবর্নর রিক স্কট এনবিসির ‘মিট দ্য প্রেসে’ বলেন, বিজ্ঞাপনটি ওহাইও, নর্থ ক্যারোলাইনা ও ফ্লোরিডায় টিভিতে সোমবার থেকে প্রচারিত হওয়ার কথা। স্কট ট্রাম্পের অন্যতম সমর্থক এবং সুপারপ্যাকের ন্যাশনাল চেয়ারম্যান। ট্রাম্প সানডে মর্নিং নিউজ শোতে আবির্ভূত হননি। তিনি টুইটারে বাল্টিমোরের মেয়র স্টেফ্যানি রলিংস ব্লেককে দিয়ে ব্যঙ্গ-বিদ্রƒপ করেন। কারণ, স্টেফ্যানি হিলারিকে সমর্থন ও ট্রাম্পকে আক্রামণ করেছিলেন। তবে ট্রাম্পের কয়েকজন সমর্থক সানডে মার্নিং শোতে আবির্ভূত হন। তাদের মধ্যে ছিলেন নিউইয়াকের সাবেক মেয়র রুডলফ ডাব্লিউ গুইলিয়ানি। সাবেক মেয়র এবিসিকে বলেন, আমার মনে হয়, জন ম্যাককেইন ও কেলি আয়োট এবং পল রায়ানের সঙ্গে তার যোগাযোগ স্থাপন এবং তাদের প্রতি তার সমর্থন দান এ কথা প্রমাণ করে যে, তার এ কথা বোঝার সামর্থ্য রয়েছে যে, সেখানে মত পার্থক্য দেখা দেবে এবং আপনাকে সমগ্র দলের সঙ্গে যোগাযোগ করতে সমর্থ হতে হবে। গুইলিয়ানি ওই রিপাবলিকানদের প্রতি ট্রাম্পের সমর্থন দানের প্রতি ইঙ্গিত করছিলেন। ট্রাম্প প্রথমে তাদের অনুমোদন করতে অস্বীকার করায় অনেক রিপাবলিকানই ক্ষুব্ধ হয়েছিলেন। Ñওয়াশিংটন পোস্ট
×