ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জঙ্গীবাদ দমনে সবচেয়ে বড় হাতিয়ার শিক্ষা ॥ ঢাবি ভিসি

প্রকাশিত: ০৮:৪৬, ৭ আগস্ট ২০১৬

জঙ্গীবাদ দমনে সবচেয়ে বড় হাতিয়ার শিক্ষা ॥ ঢাবি ভিসি

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ জঙ্গীবাদ দমনে শিক্ষাই সবচেয়ে বড় হাতিয়ার বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজিত ‘৬ষ্ঠ চলচ্চিত্র কর্মশালা ২০১৬’-এর সমাপনী উৎসবে তিনি এই কথা বলেন। ঢাবি উপাচার্য বলেন, চলচ্চিত্র এমন একটি মাধ্যম যেটি সব সময় সৃষ্টিশীল হতে প্রেরণা দেয়। তরুণ সমাজ মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে এগিয়ে যাচ্ছে তাতে কোন সন্দেহ নেই। কিন্তু একেবারে ক্ষুদ্র একটি অংশ জঙ্গীবাদে সম্পৃক্ত হচ্ছে। তাদের প্রশিক্ষণ, অর্থায়ন এবং প্ররোচনা দেয়া হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, কারা এই প্ররোচনা দিচ্ছে সেটা গোয়েন্দা সংস্থা জানে আমরাও জানি। এ সময় তিনি বলেন, একটা সংঘবদ্ধ নেটওয়ার্কের মাধ্যমে এসব করা হচ্ছে। তিনি আরও বলেন, আমরা শিক্ষার্থীদের নৈতিকতা, আদর্শবোধ, মানবতাবোধের শিক্ষা দিতে পারিনি। দিলেও যে মাত্রায় দেয়ার কথা ছিল সে মাত্রায় দিতে পারিনি। এজন্য সহজে তাদের প্ররোচিত করা যায়। এ সময় তিনি উপস্থিত শিক্ষার্থীদের উপলক্ষ করে বলেন, আমি নিশ্চিত তোমরা যারা এখানে বসে আছ তোমাদের দিনের পর দিন প্ররোচনা দিলেও তোমাদের পরিবর্তন করা সম্ভব হবে না। নেলসন ম্যান্ডেলার উদ্ধৃতি দিয়ে উপাচার্য বলেন, ‘পরিবর্তনের হাতিয়ার হচ্ছে শিক্ষা’। সেই শিক্ষাকে আমাদের কাজে লাগাতে হবে।
×