ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অধ্যক্ষ ওয়ালিউল ইসলামকে সংবর্ধনা

প্রকাশিত: ০৪:১৮, ৭ আগস্ট ২০১৬

অধ্যক্ষ ওয়ালিউল  ইসলামকে  সংবর্ধনা

বিক্রমপুরের শ্রীনগর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ একেএম ওয়ালিউল ইসলাম খানকে সংবর্ধনা দিয়েছে কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি। দীর্ঘ ২২ বছর প্রবাসে থেকে সপরিবারে দেশে আসায় তাঁর ছাত্ররা প্রিয় শিক্ষকের জন্য এই মিলনমেলার আয়োজন করে। বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত সংবর্ধনায় প্রাক্তন অধ্যাপকদের মধ্যে উপাধ্যক্ষ হারুন-উর-রশিদ খান, অধ্যাপক হীরেন্দ্র নাথ বিশ্বাস, আলী ঈমাম, কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা সরকার, এ্যাডভোকেট শেখ সিরাজুল ইসলাম, তোফাজ্জল হোসেন, নূর মোহাম্মদ, দুলাল চন্দ্র দাস অতীত দিনের স্মৃতি রোমন্থন করে বক্ত্য রাখেন। ওয়ালিউল ইসলাম ১৯৭২-১৯৮১ সময়ে অধ্যক্ষ হিসেবে শ্রীনগর কলেজকে সুপ্রতিষ্ঠিত করার ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করেন। তিনি লৌহজং মেদিনী ম-ল খান বাড়ির মরহুম মনিরুজ্জামান খানের জ্যেষ্ঠ পুত্র ও দেশের গণযোগাযোগ এবং সাংবাদিকতা শিক্ষার পথিকৃত অধ্যাপক আ.ম.ম.ই নূরউদ্দিনের ভাগ্নে। -বিজ্ঞপ্তি
×