ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আর্থিক খাতের ৬৮ ভাগ কোম্পানির মুনাফা বেড়েছে

প্রকাশিত: ০৩:৫০, ৭ আগস্ট ২০১৬

আর্থিক খাতের ৬৮ ভাগ কোম্পানির মুনাফা বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক বহির্ভূত আর্থিক খাতের ৬৮ দশমিক ৪২ শতাংশ কোম্পানির আয় বেড়েছে। কোম্পানিগুলোর সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। ডিএসই সূত্রমতে, বর্তমানে এ খাতের ২৩টি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। এ কোম্পানিগুলোর মধ্যে ২০টি ডিসেম্বর ক্লোজিং। আর তিনটি কোম্পানি জুন ক্লোজিং। সর্বশেষ অর্থাৎ (জানুয়ারি-জুন) সময়ে ১৯টি কোম্পানি তাদের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এর মধ্যে ১৩টি কোম্পানির আয় বেড়েছে। কমেছে ৬টি কোম্পানির। বেড়েছে যে কোম্পানির আয় ॥ সর্বশেষ ৬ মাসে বে-লিজিং এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড শেয়ার প্রতি আয় করেছে ৫১ পয়সা। গত বছরের একই সময়ে ইপিএস ছিল ৩৫ পয়সা। বাংলাদেশ ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডের ইপিএস হয়েছে ৫০ পয়সা; গত বছর এই সময়ে এর পরিমাণ ছিল ৩ পয়সা। জিএসপি ফিন্যান্স লিমিটেডের ইপিএস হয়েছে ৯৩ পয়সা, গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৫৫ পয়সা। আইডিএলসি ফিন্যান্স লিমিটেডের ছিল ৩ টাকা ৫১ পয়সা, গত বছর ছিল ৩ টাকা ২৫ পয়সা। ইন্টারন্যাশনাল লিজিং এ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস লিমিটেডের লোকসান হয়েছে ১৮ পয়সা, গত বছর লোকসান ছিল ৩৪ পয়সা। ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন এ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (আইপিডিসি) ইপিএস হয়েছে ১ টাকা ১৯ পয়সা, গত বছর ছিল ৫৫ পয়সা। ইসলামিক ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডে ইপিএস হয়েছে ৬৩ পয়সা, গত বছর ছিল ৫৪ পয়সা। লংকা বাংলা ফাইন্যান্স লিমিটেডের ইপিএস হয়েছে ১ টাকা ৩ পয়সা, গত বছর ছিল ৩ পয়সা। ন্যাশনাল হাউজিং ফিন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ইপিএস ১ টাকা ৩১ পয়সা, গত বছর ছিল ১ টাকা ১২ পয়সা। ফনিক্স ফিন্যান্স লিমিটেডের ইপিএস হয়েছে ১ টাকা ১৯ পয়সা, গত বছর ছিল ৭৭ পয়সা। প্রিমিয়ার লিজিং এ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের ইপিএস হয়েছে ৩৭ পয়সা, গত বছর এটি ছিল ১৪ পয়সা। ইউনাইটেড ফিন্যান্স লিমিটেডের ইপিএস হয়েছে ৯১ পয়সা, গত বছর এটি ছিল ৮১ পয়সা এবং উত্তরা ফাইন্যান্স লিমিটেডের ইপিএস হয়েছে ৫ টাকা ২২ পয়সা, গত বছর ছিল ৪ টাকা ২৫ পয়সা । কমেছে যে সব কোম্পানির ॥ আলোচিত সময়ে ইপিএস কমছে এমন কোম্পানিগুলো মধ্যে- ইউনিয়ন ক্যাপিটাল শেয়ার প্রতি আয় করেছে ২৬ পয়সা, গত বছর ইপিএস ছিল ২৭ পয়সা। ফারইস্ট ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ইপিএস লোকসান করেছে ১ টাকা ৩৮ পয়সা, গত বছর আয় ছিল ২৩ পয়সা। ফাস ফিন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের লোকসান হয়েছে ১৪ পয়সা, গত বছর লাভ ছিল ৪৬ পয়সা। ফার্স্ট ফিন্যান্স লিমিটেড লোকসান করেছে ১ টাকা ৩৮ পয়সা, গত বছর আয় ছিল ২৩ পয়সা। পিপলস লিজিং এ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের শেয়ার প্রতি লোকসান করেছে ১ টাকা ৪৪ পয়সা, গত বছর আয় ছিল ১০ পয়সা। প্রাইম ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের লোকসান বেড়েছে। গত বছর কোম্পানিটির লোকসান ছিল ৮৫ পয়সা, এ বছর লোকসান হয়েছে ২ টাকা ২০ পয়সা।
×