ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বৃদ্ধি

প্রকাশিত: ০৫:৫৮, ৫ আগস্ট ২০১৬

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বৃদ্ধি

স্টাফ রিপোর্টার ॥ সরকারী হাসপাতালে কর্মরত ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা ১০ হাজার থেকে বাড়িয়ে ১৫ হাজার টাকা করা হয়েছে। চলতি মাস থেকেই এই ভাতা কার্যকর হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারি করা স্মারকপত্রে বৃহস্পতিবার এ কথা জানানো হয়। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সালে আগের ৬ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ইন্টার্ন চিকিৎসকদের ভাতা ১০ হাজার টাকা করার ঘোষণা দেয়। চলতি মাস থেকে সেই ভাতা আরও বাড়িয়ে ১৫ হাজার টাকায় উন্নীত করা হলো।
×