ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টৃকরো খবর

প্রকাশিত: ০৪:২৬, ৫ আগস্ট ২০১৬

টৃকরো খবর

গাজীপুরে যুবতীর গলা কাটা লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ একটি ৬তলা ভবনের তালাবদ্ধ কক্ষ থেকে অজ্ঞাত এক যুবতীর (২৫) গলাকাটা লাশ বৃহস্পতিবার দুপুরে উদ্ধার করেছে পুলিশ । তার পরিচয় পাওয়া যায়নি। পুলিশ জানায়, গাজীপুরে সিটি কর্পোরেশনের চান্দনা এলাকার আমির আলীর ৬লা ভবনের উপরের তলার একটি কক্ষ মাসিক সাড়ে ৩ হাজার টাকায় গার্মেন্টস কর্মচারী পরিচয়ে এক যুবক ২/৩ মাস আগে ভাড়া নেয়। গত সোমবার রাত ১০টার দিকে ভাড়াটিয়া ওই যুবক এক নারী ও এক ব্যক্তিকে মামা-মামি পরিচয় দিয়ে বাসায় নিয়ে আসে। পরদিন সকাল থেকে ওই কক্ষের দরজা বাইরে থেকে তালাবদ্ধ ছিল। বৃহস্পতিবার সকালে কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে অন্য ভাড়াটিয়াদের সন্দেহ হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ তালা ভেঙ্গে কক্ষের খাটের ওপর থেকে ওই যুবতীর গলাকাটা লাশ উদ্ধার করে। হাসপাতালে নতুন এ্যাম্বুলেন্স নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৪ আগস্ট ॥ বাউফল উপজেলা ৫০ শয্যা হাসপাতালে ২৫ লাখ টাকা মূল্যের একটি নতুন এ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে। জাতীয় সংসদের চীফ হুইপ ও বাউফলের এমপি আসম ফিরোজের একান্ত প্রচেষ্টায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে নিশান কোম্পানির এ এ্যাম্বুলেন্সটি প্রদান করা হয়। বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে এ্যাম্বুলেন্সটি বাউফল হাসপাতালে পাঠানো হয়। চসিককে ১২ ভ্যান প্রদান স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা কার্যক্রমে সহযোগী হিসেবে এগিয়ে আসছে বিভিন্ন প্রতিষ্ঠান। বৃহস্পতিবার চসিক মেয়রের কাছে ১২টি ভ্যানগাড়ি হস্তান্তর করে দেশ ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান। প্রতিক্রিয়ায় মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, নাগরিক সেবায় যারা সহযোগী হবেন তাদের নিকট কৃতজ্ঞ থাকবে কর্পোরেশন। চসিক জনসংযোগ বিভাগ সূত্রে জানানো হয়, নগরীর পরিচ্ছন্ন পরিবেশ সুরক্ষায় ডোর টু ডোর বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম চালু হয়েছে। নগরীর ৪১টি ওয়ার্ডকে এ কর্মসূচীর আওতায় আনার লক্ষ্যে লোকবল নিয়োগ, বিন ও ভ্যানগাড়ি সরবরাহ করা হচ্ছে। ইতোমধ্যে মেয়রের নাগরিক সেবা কার্যক্রমের সাথে অনেক প্রতিষ্ঠান সহযোগিতায় এগিয়ে এসেছে- তারই ধারাবাহিকতায় দেশ ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী শেখ জোবায়েরুল ইসলাম ১২টি ভ্যানগাড়ি হস্তান্তর করেন। এ সময় চট্টগ্রাম চেম্বার পরিচালক অহিদ সিরাজ স্বপন, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, সাবেক ছাত্রনেতা রফিকুল হোসেন বাচ্চু, সাতকানিয়া ব্্িরক ফিল্ড মালিক সমিতির সভাপতি ফরিদুল আলম ও চসিকের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বন্দুকযুদ্ধে নিহত জঙ্গীর দাফন গভীর রাতে স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ রাজশাহীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত জঙ্গী নজরুল ওরফে বাইক হাসানের জানাজা ও দাফন বুধবার গভীর রাতে সম্পন্ন হয়েছে। নিজ বাড়িসংলগ্ন স্থানে তাকে দাফন করা হয়। জানাজা ও দাফনে পরিবারের লোকজন ছাড়া এলাকাবাসীর কেউ অংশ নেয়নি। লাশ দাফনে গ্রামবাসীর বাধা দেয়ার কথা জঙ্গী নজরুলের পরিবার আগে থেকে আঁচ করতে পেরে রাতেই তার দাফন সম্পন্ন করা হয় মর্মে গ্রামবাসী সূত্রে জানা গেছে। এর আগে গত ২ আগস্ট দেবীগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে জঙ্গী নজরুলের বাবা আব্দুল্লাহ মিঞাকে রাজশাহী নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি ছেলের লাশ শনাক্ত করলে রাজশাহী মহানগর পুলিশ তার কাছে লাশ হস্তান্তর করে। জঙ্গী নজরুল পঞ্চগড়ের দেবীগঞ্জের গৌড়ীয় মঠের পুরোহিত যজ্ঞেশ্বর রায় হত্যা মামলার চার্জশীটভুক্ত আসামি ছাড়াও ১০টি হত্যাকা- মামলার আসামি। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। চোরাই অটোরিক্সা উদ্ধার ॥ গ্রেফতার ২ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার বেলতলা রূপনগর আবাসিক এলাকা থেকে সিএনজি অটোরিক্সা চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার ও একটি অটোরিক্সা উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে এ অভিযান পরিচালিত হয়। বায়েজিদ থানার ওসি মোঃ মহসিন জানান, সংঘবদ্ধ একটি চক্র যাত্রীবেশে বেবিট্যাক্সিতে ওঠে সুবিধাজনক জায়গায় চালককে মারধর করে নামিয়ে দিয়ে বেবিট্যাক্সি ছিনতাই করে থাকে। বুধবার রাতে ঘটে এমনই একটি ঘটনা। চক্রের তিন সদস্য চান্দগাঁও থেকে আতুরার ডিপো এলাকায় যাওয়ার কথা বলে অটোরিক্সায় বসে। বায়েজিদ থানার বেলতলা এলাকার নির্জন এক স্থানে গিয়ে তারা সক্রিয় হয়। তাদের একজন চালকের গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে ট্যাক্সিটি থামাতে বাধ্য করে। তারপর তাকে মারধর করে ফেলে দিয়ে বেবিট্যাক্সিটি নিয়ে চলে যায়। চালকের চিৎকারে এলাকার লোকজন তাকে উদ্ধার করে। ঘটনাটি থানায় অবহিত করলে পুলিশ রাতেই অভিযান চালিয়ে রমজান আলী (২২) ও মোঃ রুবেল (২৪) নামের দুইজনকে গ্রেফতার ও ছিনতাই করা অটোরিক্সাটি উদ্ধার করে। গ্রেফতার রমজানের বাড়ি কক্সবাজার জেলায় এবং রুবেলের বাড়ি নোয়াখালীর হাতিয়ায়। তবে তুষার (৩০) নামের অপর ছিনতাইকারী পালিয়ে যেতে সক্ষম হয়। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ব্যাপারে দ্রুতবিচার আইনে মামলা দায়ের হয়েছে। সাবেক ইউপি চেয়ারম্যান আটক সংবাদদাতা, রংপুর, ৪ আগস্ট ॥ বৃহস্পতিবার দুপুরে মিঠাপুকুর উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মানিক মিয়াকে নাশকতা মামলায় গ্রেফতার করেছে পুলিশ। দুপুর ২টার দিকে উপজেলার শঠিবাড়ী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি জামায়াতে ইসলামী বাংলাদেশকে অর্থ যোগান দিতেন এবং বিভিন্নভাবে জামায়াত-শিবিরকে সহযোগিতা করতেন বলে এলাকায় জনশ্রুতি আছে। নওগাঁয় ডাকাতি নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৪ আগস্ট ॥ বুধবার রাতে বদলগাছীতে ডাকাতি হয়েছে। ডাকাতদল দেশী অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি ও মারপিট করে ২০ ভরি ওজনের স্বর্ণালঙ্কার ও ২ লাখ টাকাসহ ১০ লক্ষাধিক টাকার মাল লুট করে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে উপজেলার ভাতশাইল গ্রামে। জানা গেছে, ওই গ্রামের আব্দুল মতিন চেীধুরীর বাড়িতে রাত সাড়ে ১২ টার দিকে ডাকাতদল বাড়ির প্রাচীর টপকে প্রবেশ করে। ঝুটের গুদামে অগ্নিকা- স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কোনাবাড়ির আমবাগ পশ্চিমপাড়া এলাকায় বুধবার রাতে ঝুটের গুদামে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, আমবাগ পশ্চিমপাড়া এলাকায় চায়না মার্কেটের রাজ্জাকের ঝুটের গুদামে রাত আটটার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন পাশর্^বর্তী শরীফ, মিরাজুল, দুদু মিয়া, কাজল, শাহজাহান, জুয়েল, হাসানুর ও আব্দুল্লাহর ঝুটের গুদামসহ ১২ টি গুদামে এবং ওইসব গুদাম সংলগ্ন বারেকের বাড়িতে ছড়িয়ে পড়ে। ছিনতাইকারীর হামলায় কনস্টেবল আহত নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ৪ আগস্ট ॥ মেহেরপুরে সশস্ত্র ছিনতাইকারীর হামলায় মুস্তাক আহম্মেদ (৫০) নামের একজন পুলিশ কনস্টেবল গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। বৃহস্পতিবার ভোরে তিনি কোমরপুর পুলিশ ক্যাম্প থেকে সপরিবারে ইজিবাইযোগে চাঁদবিলে যাওয়ার পথে মেহেরপুর সদর উপজেলার নুরপুর মোড়ে ছিনতাইকারীদের কবলে পড়েন। এ ঘটনার পর দুপুরের দিকে পুলিশ ওই গ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুই জনকে আটক করেছে। আটককৃতরা হলো নুরপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে হবি (৩২) ও পিরোজপুর গ্রামের গোপালের ছেলে রফিক (৩০)। তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কিবরিয়া হত্যা মামলায় দু’জনের সাক্ষ্যগ্রহণ স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় আওয়ামী লীগের নিহত দুই নেতার ছেলে ও মেয়ে সাক্ষ্য দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল হোসেন তাদের সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্য প্রদানকারীরা হলেন- নিহত আওয়ামী লীগ নেতা সিদ্দেক আলীর ছেলে কুদ্দুস মিয়া ও নিহত আবদুর রহিমের মেয়ে ফাতেমা আক্তার চম্পা। তিস্তায় কৃষক নিখোঁজ নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ৪ আগস্ট ॥ তিস্তা নদীতে নৌকা থেকে পড়ে গিয়ে কৃষক জোবেদ আলী (৪২) নিখোঁজ হয়েছেন। বুধবার রাত ৮টায় জেলার আদিতমারী উপজেলার মহিষখোচার গোবর্ধন স্পারের পাশ দিয়ে বাড়িতে যাওয়ার সময় নৌকা থেকে পড়ে যান তিনি। ত্রাণ বিতরণ স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে বৃহস্পতিবার সিরাজগঞ্জে বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ বিতরণ দল সকালে সিরাজগঞ্জের কাজিপুরের শুভগাছা, বেলকুচি উপজেলা সদর এবং সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদে ত্রাণসামগ্রী বিতরণ করে। নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেনÑ সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, সাবেক এমপি তানভীর শাকিল জয়, কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট, যুবলীগের আব্দুস সাত্তার মাসুদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
×