ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুই কোম্পানির লেনদেন তদন্তে কমিটি গঠন

প্রকাশিত: ০৪:১৯, ৫ আগস্ট ২০১৬

দুই কোম্পানির লেনদেন  তদন্তে কমিটি গঠন

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির লেনদেন খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিগুলো হলো : প্রিমিয়ার লিজিং ও মার্কেন্টাইল ব্যাংক। সূত্র মতে, দেশের উভয় স্টক এক্সচেঞ্জে এসব কোম্পানির আন্তঃলেনদেন (ইনসাইডার ট্রেড) খতিয়ে দেখার জন্য এ কমিটি গঠন করা হয়েছে। জানা যায়, দেশের পুঁজিবাজারে ইনসাইডার ট্রেডিংয়ের অভিযোগ বেশ পুরনো। এর মাধ্যমে একশ্রেণীর লোক সুবিধাভোগী হলেও পুঁজিবাজারের সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়। এরপরে এই মন্দা বাজারে ইনসাইডার ট্রেডিং বিনিয়োগকারীদের জন্য মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। ইনসাইডার ট্রেডিং শুধু যে কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকেরাই করে তা নয়। অনেক সময় সাধারণ বিনিয়োগকারী, ব্রোকার কিংবা উদ্যোক্তা ও পরিচালকের আত্মীয়স্বজনরা এর সঙ্গে জড়িত থাকে। তাছাড়া কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকেরা অধিকাংশ ক্ষেত্রেই বেনামি বা ছায়া এ্যাকাউন্টের মাধ্যমে বা অন্য কারও মাধ্যমে ইনসাইডার ট্রেডিং করছে। অথচ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ) বিধিমালা, ১৯৯৫ এর ৪(১) ধারা অনুসারে, কোন ব্যক্তি নিজে বা অন্য কাহারও মাধ্যমে সুবিধাভোগী ব্যবসা করবেন না বা উক্তরূপ ব্যবসার ব্যাপারে কোন ব্যক্তিগত পরামর্শ প্রদান বা সহায়তা করবে না। আর যারাই এটি করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে কমিশন। বৃহস্পতিবারে মার্কেন্টাইল ব্যাংকের শেয়ার সর্বশেষ ১০.৫০ টাকায় এবং প্রিমিয়ার লিজিংয়ের শেয়ার ৮.৭০ টাকায় লেনদেন হয়।
×