ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নন ॥ ওবামা

ওবামা-ট্রাম্প বাগ্যুদ্ধ

প্রকাশিত: ০৬:১৪, ৪ আগস্ট ২০১৬

ওবামা-ট্রাম্প বাগ্যুদ্ধ

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বারাক ওবামাকে সেদেশের ইতিহাসের সম্ভবত নিকৃষ্টতম প্রেসিডেন্ট হিসেবে অভিহিত করেছেন। ঐদিনই এর আগে ওবামা ট্রাম্পকে প্রেসিডেন্টের দায়িত্ব পালনের অযোগ্য বলে ঘোষণা করেন এবং ট্রাম্পের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিতে রিপাবলিকানদের প্রতি আহ্বান জানান। এটি ছিল ট্রাম্পের প্রতি প্রেসিডেন্টের তীব্র ও কার্যত নজিরবিহীন ভর্ৎসনা। খবর বিবিসি, এএফপি ও ফক্সনিউজের। ট্রাম্প ফক্সনিউজকে বলেন, আমি মনে করি, তিনি সর্বনাশ ডেকে এনেছেন। তিনি দুর্বল ও অক্ষম। আমি মনে করি, আমি বৈদেশিক নীতি সম্পর্কে তার চেয়ে বেশি জানি। ইউক্রেনের দিকে তাকান। ইউক্রেন ও রাশিয়ার প্রতি তিনি কত কঠোর, তা নিয়ে কথা বলেন। আর এরই মধ্যে তারা ক্রিমিয়া দখল করে নিল। মঙ্গলবার এর আগে ট্রাম্প বলেন, ওবামা ও প্রেসিডেন্ট পদে ডেমোক্র্যাটিক প্রার্থী হিলারি ক্লিনটন নিজেরাই মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বিনষ্ট করেছেন, আর হিলারির এক ব্যক্তিগত ইমেইল সার্ভার ব্যবহার দেশকে ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। ট্রাম্প বলেন, হিলারি তার ইমেইল নিয়ে, জোর করে সরকার পাল্টানো নিয়ে এবং আমেরিকানদের জীবন নিয়ে বেপরোয়া। রিয়াল এস্টেটমোগল ট্রাম্প নবেম্বরের নির্বাচনে কারচুপি করা হবে বলে তার উদ্বেগ পুনর্ব্যক্ত করেন। তিনি ফক্সনিউজকে বলেন, উইসকনসিন ও নর্থ ক্যারোলাইনার ভোটার আইডি আইন বাতিল করে সম্প্রতি আদালতের রায় দান থেকে মনে হয় লোকজন সম্ভবত ১০ গুণ বেশি ভোট দেবেন। কে জানে? তিনি বলেন, আমি খুবই উদ্বিগ্ন এবং আশা করছি, রিপাবলিকানরা খুবই সতর্ক থাকবেন। ওবামা সিঙ্গাপুরের সফররত প্রধানমন্ত্রীর সঙ্গে হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাব দিতে গিয়ে ট্রাম্পকে আক্রমণ করেন। ঐ সফরের মূল আলোচ্য বিষয় বিতর্কিত ট্রাম্প প্যাসিফিক পার্টনারশিপ বাণিজ্য চুক্তি থেকে মনোযোগ অন্যদিকে নিয়ে গিয়ে ওবামা ট্রাম্প জয়ী হলে ফেডারেল সরকার ঠিকমতো চলবে কিনা মূলত সেই প্রশ্ন তোলেন। ওবামা বলেন, আমার মনে হয় রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্টের দায়িত্ব পালনের অযোগ্য। ট্রাম্প তা প্রমাণ করে যাচ্ছেন বলেও ওবামা মন্তব্য করেন। এদিকে, ট্রাম্পের প্রকাশ্য সমালোচনা করেছেন নিজ দলীয় এমন দুই সিনিয়র নেতার সঙ্গেও তিনি বিরোধে জড়িত হয়েছেন। ওয়াশিংটন পোস্ট পত্রিকার সঙ্গে এক সাক্ষাতকারে ট্রাম্প প্রতিনিধি পরিষদের স্পীকার পল রায়ান ও সিনেটর জন ম্যাককেইনের পুনর্নির্বাচন অনুমোদন করতে অস্বীকার করেন। এ নজিরবিহীন পদক্ষেপে রিপাবলিকান পার্টির ভেতর ব্যাপক বিভাজনই প্রকাশ পেল। ট্রাম্প বলেন, তিনি দলের শীর্ষস্থানীয় কর্মকর্তা রায়ানকে সমর্থন করতে এখনও প্রস্তুত নন। তিনি আরও বলেন, তিনি জন ম্যাককেইনকে অনুমোদন করবেন না। ম্যাককেইন ২০০৮ সালে প্রেসিডেন্ট পদপ্রার্থী ছিলেন এবং তার সামরিক কর্মজীবনের প্রতি ব্যঙ্গ-বিদ্রƒপ করেছিলেন ট্রাম্প। নিউ হ্যাম্পশায়ার থেকে নির্বাচিত রিপাবলিকান সিনেটর কেলি এ্যায়োটকে ট্রাম্প দুর্বল ও অবাধ্য বলে অভিহিত করেন। নিউইয়র্ক থেকে নির্বাচিত প্রতিনিধি পরিষদ সদস্য রিচার্ড হানা প্রেসিডেন্ট পদে হিলারি ক্লিনটনকে ভোট দেবেন বলে জানিয়েছেন। রিপাবলিকান কংগ্রেস সদস্যদের মধ্যে হানাই সর্বপ্রথম এরূপ ঘোষণা দিলেন। হানা বলেন, ‘গোল্ড স্টার’ খান পরিবারকে নিয়ে ট্রাম্পের মন্তব্যের কারণেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। এ পরিবারের সদস্য আর্মি ক্যাপ্টেন হুমায়ুন খান ২০০৪ সালে ইরাকে এক আত্মঘাতীর বোমা হামলায় নিহত হন। ট্রাম্পের সমালোচনায় যোগ দিয়ে ফরাসী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ বলেন, ইরাকে নিহত আমেরিকান মুসলিম সৈন্যের মা-বাবার প্রতি ট্রাম্পের আক্রমণ মানুষের মনে ঘৃণার উদ্রেক করে। মঙ্গলবার রাতে প্রকাশিত রয়টার্স/ইপসের এক জরিপে বলা হয়, হিলারি জনপ্রিয়তার দিক দিয়ে ট্রাম্পের তুলনায় শতকরা ৮ পয়েন্টে এগিয়ে আছেন। এটি গত সপ্তাহে জরিপের তুলনায় শতকরা ২ ভাগ বেশি।
×