ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পদ্মা সেতুর সুপার স্ট্রাকচারবাহী জাহাজ মাওয়ার পথে

প্রকাশিত: ০৯:০৩, ২ আগস্ট ২০১৬

পদ্মা সেতুর সুপার স্ট্রাকচারবাহী জাহাজ মাওয়ার পথে

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ পদ্মা সেতুর সুপার স্ট্রাকচারবাহী জাহাজ এখন মাওয়ার পথে। সোমবার বিকেলে মংলা সমুদ্র বন্দর থেকে মাওয়ার উদ্দেশে এটি রওনা হয়েছে। চীনের পতাকাবাহী একটি মাদারভেসেলে চীন থেকে সুমদ্রপথে জুলাইয়ের শেষ দিকে কুতুবদিয়া চ্যানেল আসে। মংলাবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স শেষে বিশাল এই চালান খালাস করা হয়। সেখান থেকে নদী পথে মাওয়ার উদ্দেশে পাঠানো হয়। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া ও নৌপথে প্রবল স্রোতের কারণে জাহাজটিও সমুদ্র চ্যানেলেই নোঙর করে। দেশের সর্ববৃহৎ পদ্মা সেতু প্রকল্পের এই সুপার স্ট্রাকচার নিয়ে কোন প্রকার ঝুঁকি নিতে চাইছে না কর্তৃপক্ষ। পরিস্থিতি অনুকূলে আসার পর এটি গন্তব্যের উদ্দেশে রওনা হয়। সোমবার রাতে দায়িত্বশীল একটি সূত্র জানায়, যে গতিতে আসছে তাতে আজ মঙ্গলবার বিকেলে এটি শরীয়তপুরের সুরেশ্বর কাছে পৌঁছার কথা রয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে ৩/৪ দিনের মধ্যেই মাওয়ায় পৌঁছবে।
×