ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রেনউইক যজ্ঞেশ্বরকে ঘিরে চলছে অশুভ খেলা

প্রকাশিত: ০৬:২২, ৩১ জুলাই ২০১৬

রেনউইক যজ্ঞেশ্বরকে ঘিরে চলছে অশুভ খেলা

অর্থনৈতিক রিপোর্টার ॥ আবারও সক্রিয় হয়ে উঠছে বাজার কারসাজির সঙ্গে জড়িত একটি চক্র। স্বল্প মূলধনী কোম্পানি রেনউইক যজ্ঞেশ্বর নিয়ে চলছে দরবৃদ্ধির অশুভ খেলা। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত দুই সপ্তাহে নন-মার্জিনেবল রেনউইক যজ্ঞেশ্বর এ্যান্ড কোম্পানির (বাংলাদেশ) শেয়ার দর প্রায় ৯৫ শতাংশ বেড়েছে। স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষের জিজ্ঞাসার জবাবে এর নেপথ্যে কোন অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে প্রকৌশল খাতের রাষ্ট্রায়ত্ত কোম্পানিটি। বাজার পর্যবেক্ষণে দেখা যায়, টানা কিছুদিন দুই বছরের সর্বোচ্চ স্তরে অবস্থান করার পর গত ১৭ জুলাই থেকে রেনউইক যজ্ঞেশ্বর শেয়ারের দর বাড়তে শুরু করে। বৃহস্পতিবার সর্বশেষ ৫৬৭ টাকায় কোম্পানিটির শেয়ার হাতবদল হয়, ১৬ জুলাই যা ছিল ২৯০ টাকার ঘরে। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন দর ছিল ২২৫ টাকা ও সর্বোচ্চ ৫৬৭ টাকা। ২০১৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেয় রেনউইক যজ্ঞেশ্বর। ২০১৪ সালে দিয়েছিল ২২ শতাংশ নগদ লভ্যাংশ। ২০১৫ হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী মুনাফা হয়েছে ৬১ লাখ ৭০ হাজার টাকা, আগের বছর যা ছিল ১ কোটি ১১ লাখ ৬০ হাজার টাকা। গেল বছর শেয়ার প্রতি আয় (ইপিএস) হয় ৩ টাকা ৮ পয়সা। এদিকে ২০১৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) রেনউইক যজ্ঞেশ্বর ২ টাকা ২১ পয়সা ইপিএস দেখিয়েছে, আগের বছর একই সময়ে যা ছিল ২ টাকা ৯৩ পয়সা। ১৯৮৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির অনুমোদিত মূলধন ২০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ২ কোটি টাকা। সর্বশেষ অনিরীক্ষিত প্রতিবেদন অনুসারে, কোম্পানির পুঞ্জীভূত লোকসান ৭ কোটি ৭০ লাখ ৭০ হাজার টাকা। কোম্পানির মোট শেয়ারসংখ্যা ২০ লাখ; যার মধ্যে বাংলাদেশ সরকার ৫১ দশমিক শূন্য ৫, প্রতিষ্ঠান ১৭ দশমিক ৭৭ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে বাকি ৩১ দশমিক ১৮ শতাংশ শেয়ার। সর্বশেষ নিরীক্ষিত মুনাফা ও বাজারদরের ভিত্তিতে এ শেয়ারের মূল্য আয় (পিই) অনুপাত ১৮৪ দশমিক শূন্য ৯, হালনাগাদ অনিরীক্ষিত মুনাফার ভিত্তিতে যা ১৯২ দশমিক ৪২।
×