ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে ১১ ধাপ পিছিয়েছে বাংলাদেশ

প্রকাশিত: ০৪:২১, ৩১ জুলাই ২০১৬

আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে ১১ ধাপ পিছিয়েছে বাংলাদেশ

আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্য অর্জনে ২০১৫ সালে ১১ ধাপ পিছিয়েছে বাংলাদেশ। যুক্তরাজ্যের ইকোনমিস্ট গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ‘গ্লোবাল মাইক্রোস্কোপ ২০১৫’ শিরোনামের এ প্রতিবেদনে বলা হয়, মুঠোফোন ও ক্ষুদ্রঋণভিত্তিক আর্থিক লেনদেন ব্যবহারকারী ৫১টি উন্নয়নশীল দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৪০। ২০১৪ সালে যা ছিল ২৯। প্রতিবেদন তৈরিতে ১২টি সূচককে বিবেচনায় নেয়া হয়েছে। এতে আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্য অর্জনে সরকারের সহায়তা, নিয়ন্ত্রণকারী সংস্থার সক্ষমতা, ঋণ ও আমানত ব্যবস্থাপনা, অর্থ লেনদেনকারী এজেন্টদের নিয়ন্ত্রণসহ আর্থিক খাত ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত বিষয়গুলোকে অন্তুর্ভুক্ত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ সালে ৩৭টি দেশের অবস্থার উন্নতি হয়েছে। আর পিছিয়ে পড়া নয়টি দেশের মধ্যে শীর্ষে আছে বাংলাদেশ। -অর্থনৈতিক রিপোর্টার ভেরিজনে ইয়াহুর নতুন যাত্রা যুক্তরাষ্ট্রের টেলিকম জায়ান্ট ভেরিজন কমিউনিকেশনস ইয়াহুকে কেনার সঙ্গে সঙ্গে পুরাতন একটি যুগের শেষ হলো। হয়ত এটা দিয়েই ভেরিজন নতুন আরেকটি যুগের শুরু করবে। ভেরিজন ইয়াহুকে কিনে নেয় ৪৮৩ কোটি মার্কিন ডলারে। ইয়াহু ছিল ইন্টারনেট যুগের অন্যতম পথিকৃৎ। প্রতিষ্ঠানটি এক সময় ব্যবহারকারীদের কাছে অনেক জনপ্রিয় ছিল। তবে বর্তমান সময়ের বাজারে প্রতিযোগিতায় টিকতে না পেরে শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি ভেরিজনের কাছে বিক্রি হলো। জানা যায়, ইয়াহু ১৯৯৪ সালের জানুয়ারি মাসে প্রতিষ্ঠিত হয়। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে গ্র্যাজুয়েশন সম্পন্ন করা জেরি ইয়াং এবং ডেভিড ফিলো এটি প্রতিষ্ঠা করেন। ইয়াহু হলো কয়েকটি শব্দের আদ্যক্ষর নিয়ে গঠিত একটি শব্দ। এই তথ্য অনেকেই জানেন না। আবার জানলেও সেটা অনেকেই বিশ্বাস করতে চান না। ইয়াহু শব্দটি এসেছে ইয়েট অ্যানাদার হায়ারারকিক্যাল অফিশিয়াস ওরাকল থেকে। -অর্থনৈতিক রিপোর্টার
×