ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকারী চাকরিজীবীদের বেতন থেকে উৎসে কর কর্তনের বিধিমালা জারি

প্রকাশিত: ০৪:২০, ৩১ জুলাই ২০১৬

সরকারী চাকরিজীবীদের বেতন থেকে উৎসে কর কর্তনের বিধিমালা জারি

অর্থনৈতিক রিপোর্টার ॥ সরকারী চাকরিজীবীদের বেতন থেকে উৎসে কর কর্তন সংক্রান্ত বিধিমালা জারি করেছে সরকার। এখন থেকে ঘোষিত বিধিমালা অনুযায়ী চাকরিজীবীদের বেতন থেকে উৎসে আয়কর কেটে রাখা হবে বলে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ সূত্রে জানা গেছে। সূত্র জানায়, আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ধারা ১৬ ও প্রতিবছর জাতীয় সংসদ কর্তৃক অনুমোদিত অর্থ আইনের মাধ্যমে নির্ধারিত করমুক্ত আয়সীমা অতিক্রমকারী ব্যক্তিদের আয়ের ওপর আয়কর প্রযোজ্য। একইভাবে সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের ক্ষেত্রেও প্রাপ্ত বেতন-ভাতা উক্ত করমুক্ত সীমা অতিক্রম করলে আয়ের ওপর আয়কর দেয়া বাধ্যতামূলক। তবে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের সরকার কর্তৃক প্রদত্ত মূল বেতন, উৎসব ভাতা ও বোনাসকে করযোগ্য আয় হিসেবে বিবেচনা করা হয়েছে এবং অন্যান্য ভাতাকে করমুক্ত করা হয়েছে। ফলে মূল বেতন, উৎসব ভাতা ও বোনাস বাবদ প্রাপ্ত মোট অংক নির্ধারিত করমুক্ত সীমা অতিক্রম করলে উক্ত অংকের ওপর কর দিতে হবে। আয়কর সংগ্রহ সারা বিশ্বের মতো প্রচলিত ব্যবস্থা হিসেবে বাংলাদেশেও উৎসে আয়কর কর্তন বা সংগ্রহ কতিপয় ক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছে। এ পদ্ধতিতে অর্থ পরিশোধকালেই প্রযোজ্য হারে আয়কর কর্তন করা হয় এবং কর্তিত কর পরবর্তী আয়কর রিটার্ন দাখিলের সময় প্রদেয় করের সঙ্গে সমন্বয় করা হয়। প্রযোজ্য ক্ষেত্রে রিটার্ন দাখিলের সময় অতিরিক্ত আয়কর পরিশোধ করতে হয় অথবা আয়কর প্রত্যর্পণ সৃষ্টি হয়। অর্থ আইন, ২০১৬ অনুযায়ী একজন পুরুষ ও মহিলা কর্মকর্তা-কর্মচারীদের জন্য করমুক্ত আয়ের সীমা যথাক্রমে ২ লাখ ৫ হাজার টাকা এবং ৩ লাখ টাকা। ফলে বিদ্যমান বিধান অনুযায়ী, ২০১৬ সালের জুলাই থেকে ২০১৭ সালের জুন পর্যন্ত মেয়াদকালে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে প্রাপ্ত মূল বেতন, উৎসব ভাতা ও বোনাসের যোগফল মোট করযোগ্য আয় হিসেবে বিবেচিত হবে।
×