ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সংসদে বিল পাস

বিচারপতিদের বেতন-ভাতা দ্বিগুণ হচ্ছে

প্রকাশিত: ০৮:২২, ২৭ জুলাই ২০১৬

বিচারপতিদের বেতন-ভাতা দ্বিগুণ হচ্ছে

সংসদ রিপোর্টার ॥ প্রধান বিচারপতি এবং আপীল ও হাইকোর্ট বিভাগের বিচারকদের বেতন-ভাতা দ্বিগুণ বৃদ্ধির প্রস্তাব সম্বলিত ‘সুপ্রীমকোর্ট জাজেস (রেম্যুনারেশন এ্যান্ড প্রিভিলেজেস) (সংশোধনী) বিল-২০১৬’ মঙ্গলবার সংসদে পাস হয়েছে। এ ছাড়া অধিবেশনে উত্থাপিত চা বিলও পাস হয়েছে। আইনমন্ত্রী আনিসুল হক এবং বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বিল দুটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। বিচারপতিদের বেতন-ভাতা বৃদ্ধির লক্ষ্যে গত ৫ মে সংসদে বিলটি উত্থাপনের দিন সরকারী ও বিরোধী দলের সদস্যরা একযোগে এর বিরোধিতা করলেও মঙ্গলবার সেটিকে ‘সময়োপযোগী’ উল্লেখ করে পাসে সর্বসম্মত সায় দেন। বিলটির ওপর রবিবার সংসদে সংসদীয় কমিটি প্রতিবেদন দেয়ার একদিন পরেই বিলটি পাস হলো।
×