ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আতঙ্কে শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীরা

রূপালী ব্যাংক ও এডিবির অর্থায়নে নির্মিত ইটভাঁটিতে সন্ত্রাসী হামলা

প্রকাশিত: ০৩:৪৪, ২৭ জুলাই ২০১৬

রূপালী ব্যাংক ও এডিবির অর্থায়নে নির্মিত ইটভাঁটিতে সন্ত্রাসী হামলা

অর্থনৈতিক রিপোর্টার ॥ রূপালী ব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে মানিকগঞ্জের ঘিওর উপজেলার নবনির্মিত একটি ইটভাঁটিতে হামলা করেছে দুর্বত্তরা। এতে স্টোন ব্রিকস নামের ওই প্রতিষ্ঠানটির প্রকৌশলীসহ বেশ কয়েকজন কর্মকর্তা মারাত্মকভাবে আহত হন। এ ঘটনায় স্থানীয় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। জানা গেছে, ২০১৪ সালে মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার পুখুরিয়া গ্রামে দেশের সবচেয়ে বড় পরিবেশবান্ধব ইটভাঁটি তৈরি করে স্ট্রোন ব্রিকস নামের একটি প্রতিষ্ঠান। এতে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) যৌথভাবে ৪৭ কোটি টাকা অর্থায়ন করে। বর্তমানে এ ইটভাঁটিতে চার শতাধিক শ্রমিক, কর্মকর্তা-কর্মচারী কাজ করেন। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানে শ্রমিক নিয়োগের ব্যাপারে চাঁদা দাবি করে আসছিল স্থানীয় কতিপয় সন্ত্রাসী বাহিনী। চাঁদা না পেয়ে গত ১৮ জুলাই বিকেলে অজ্ঞাতনামা ২০-২৫ জন যুবক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ইটভাঁটিতে অতর্কিত হামলা চালায়। এতে প্রতিষ্ঠানটির ইনচার্জ মঞ্জুরুল ইসলাম, প্রকৌশলী শহিদুল, আঃ আজিজ ও আহসান মারাত্মক জখম হন। এ সময় সন্ত্রাসীরা তাদের কাছ থেকে নগদ অর্থ ও মূল্যবান কাগজপত্র নিয়ে যান। বর্তমানে মঞ্জুরুল ইসলাম ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে স্টোন ব্রিকসের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রবিউল আহসান বলেন, স্থানীয় সন্ত্রাসী ইফতি আরিফের নেতৃত্বে গত ১৮ জুলাই আমার ইটভাঁটিতে অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। এতে প্রতিষ্ঠানের ৪ জন কর্মকর্তা মারাত্মকভাবে আহত হন। তিনি বলেন, ঘটনার ৬ দিন অতিবাহিত হলেও অজ্ঞাত কারণে এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। তিনি আরও বলেন, সন্ত্রাসী আক্রমণের কারণে ব্রিকসের প্রায় ৪শ’ শ্রমিক, কর্মকর্তা-কর্মচারী নিরাপত্তাহীনতায় ভুগছে। এ ঘটনার পর ইটভাঁটির মেশিন ওপারেট একজন চীনা কর্মকর্তা নিজেও নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্টোন ব্রিকস দেশের সবচেয়ে বড় পরিবেশবান্ধব ইটভাঁটি বলে দাবি করেন ব্যবস্থাপনা পরিচালক। এদিকে এ ঘটনায় স্থানীয় ঘিওর থানায় ১২টি ধারায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলা নং-০৯ তাং-১৯-০৭-১৬। মামলাটি দায়ের করেন স্টোন ব্রিকসের প্রোডাকশন ম্যানেজার আরিফুজ্জামান তুহিন। মামলায় স্থানীয় ৭ যুবলীগ নেতার নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন, ইফতি আরিফ, মোঃ লিটন শেখ, মোঃ লতিফ মিয়া, মোঃ শান্ত মিয়া, মোঃ মনির হোসেন ও মোঃ জালাল ভূইয়া। তবে ঘটনার ৬ দিন পার হলেও এখন পর্যন্ত কোন আসামিকে আটক করতে পারেনি পুলিশ। মামলার বিষয়ে জানতে চাইলে ঘিওর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, মামলাটি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। আসামি ধরার চেষ্টা চলছে। শীঘ্রই সকল আসামিকে আটক করা হবে বলে তিনি জানান।
×