ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কারাগারে জঙ্গীরা বৈঠক করতে পারে না ॥ কর্নেল ইকবাল

প্রকাশিত: ০৮:৪০, ২৬ জুলাই ২০১৬

কারাগারে জঙ্গীরা বৈঠক করতে পারে না ॥ কর্নেল ইকবাল

স্টাফ রিপোর্টার ॥ কারাগার থেকে জঙ্গীদের বাইরে নির্দেশনা দেয়া, নিজেদের মধ্যে বৈঠক এমনকি কারাগার থেকে বাইরে মোবাইলে বা অন্য কোনভাবে কথাও বলার সুযোগ নেই। সোমবার কারাবন্দীদের পড়ার জন্য প্রধান বিচারপতির নির্দেশে কোর্টের পক্ষ থেকে দেয়া এক লাখ টাকার বই গ্রহণ শেষে অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল ইকবাল হাসান সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। জঙ্গীনেতা মুফতি হান্নানের সঙ্গে কারাগারে থাকা অন্য জঙ্গীদের বৈঠকের বিষয়েও বিভিন্ন সময়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে জানতে চাইলে কর্নেল ইকবাল বলেন, কারাগারে স্বজনরাই কেবল বন্দীদের সঙ্গে দেখা করতে পারে। এটা আমরা বন্ধ করতে পারি না। কারণ কারাগার সংশোধনাগার। এ সুযোগ তাদের দিতেই হবে। সোমবার সুপ্রীমকোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম আইজি প্রিজন্স কর্নেল ইকবাল হাসানের কাছে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ওপর এক লাখ টাকার বই তুলে দেন। আমিনুল ইসলাম বলেন, গত ২৬ জুন প্রধান বিচারপতি কাশিমপুর কারাগার পরিদর্শনের সময় বন্দুদের বই পড়তে দেখেন। কিন্তু লাইব্রেরিতে তেমন বই না থাকায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ওপর এক লাখ টাকার বই সেই লাইব্রেরিতে দেয়ার সিদ্ধান্ত নেন। সেই হিসেবে ১৫৭ বই কারা কর্তৃপক্ষের কাছে আমরা প্রদান করছি।
×