ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

জামায়াত নেতা খালেকের চূড়ান্ত প্রতিবেদন ৯ সেপ্টেম্বর

প্রকাশিত: ০১:৫৭, ২৫ জুলাই ২০১৬

জামায়াত নেতা খালেকের চূড়ান্ত প্রতিবেদন  ৯ সেপ্টেম্বর

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাতক্ষীরা জেলা জামায়াতের আমির সাবেক এমপি মাওলানা আব্দুল খালেক মন্ডল সহ দু’জনের বিরুদ্ধে তদন্তের চুড়ান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৯ অক্টোবর পরবর্তী দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। সোমবার বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন রেজিয়া সুলতানা চমন। এ সময় উপস্থিত ছিলেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম। পরে রেজিয়া সুলতানা চমন বলেন, এর আগে আদালতে আজ (সেমবার) তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করেছি। নির্ধারিত দিনে মামলা তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলেরর পর আবারও সময় আবেদন করেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন। আবেদন মঞ্জুর করে ট্রাইব্যুনাল মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য আগামী ৯ অক্টোবর দিন নির্ধারণ করেন। এর আগে গত বছরের ১৬ জুন ভোরে সাতক্ষীরা সদর উপজেলার খলিলনগর এলাকায় নিজ বাড়ি থেকে আব্দুল খালেককে গ্রেফতার করে পুলিশ।
×