ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চান্দিনা মহিলা কলেজ

ছাত্রীদের বিক্ষোভ ভাংচুর, আহত ১৫

প্রকাশিত: ০৩:৫৬, ২৪ জুলাই ২০১৬

ছাত্রীদের বিক্ষোভ ভাংচুর, আহত ১৫

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২৩ জুলাই ॥ চান্দিনা মহিলা ডিগ্রী কলেজ সরকারীকরণের সিদ্ধান্ত বহাল রাখার দাবিতে শনিবার কলেজে ব্যাপক ভাংচুর চালিয়েছে দাবি আদায়ে সোচ্চার আন্দোলনকারী ছাত্রীরা। আন্দোলনের ৫ম দিনে শনিবার সকাল থেকে ছাত্রীরা কলেজ ক্যাম্পাসে জড়ো হতে থাকে। পরে তারা কলেজের দরজা-জানালার কাঁচ, আসবাবপত্র ভাংচুরসহ কলেজ অধ্যক্ষের কক্ষে তালা দিয়ে তাঁকে অবরুদ্ধ করে রাখে এবং উপাধ্যক্ষের নেম প্লেট ভেঙ্গে ফেলে। ভাংচুরের সময় কমপক্ষে ১৫ ছাত্রী আহত হয়। খবর পেয়ে পুলিশ কলেজে গিয়ে অধ্যক্ষকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কলেজের প্রধান ফটকের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। জানা যায়, চান্দিনা মহিলা ডিগ্রী কলেজ সরকারীকরণের সিদ্ধান্ত বহাল রাখার দাবিতে গত ১৮ জুলাই থেকে বিক্ষোভ মিছিল-সমাবেশ, প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে ওই কলেজের ছাত্রীরা। বরগুনা নিজস্ব সংবাদদাতা, বরগুনা থেকে জানান, পাথরঘাটা উপজেলার সৈয়দ ফজলুল হক ডিগ্রী কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শনিবার দুপুর ২টায় কলেজের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
×