ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আর্থিক প্রতিবেদন নিয়ে অনিয়ম কমছে না

প্রকাশিত: ০৪:২৫, ২২ জুলাই ২০১৬

আর্থিক প্রতিবেদন নিয়ে অনিয়ম কমছে না

অর্থনৈতিক রিপোর্টার ॥ একটি কোম্পানির সার্বিক পরিস্থিতি যাচাই-বাছাইয়ের প্রধান উপকরণ আর্থিক প্রতিবেদন হলেও কোম্পানিগুলো এটিতে গুরুত্ব দিতে নারাজ। উল্টো কোম্পানি কর্তৃপক্ষ প্রতিনিয়ত আর্থিক প্রতিবেদনে ভুল তথ্য প্রদান করা, সময় মতো প্রতিবেদন জমা না দেয়াসহ বিভিন্ন অনিয়ম করছে। তবে আগের তুলনায় স্টক এক্সচেঞ্জ ও বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কঠোর হওয়া এই প্রবণতা কিছুটা কমতে শুরু করেছে। খোঁজ নিয়ে জানা গেছে, গত দুই মাসে নির্ধারিত সময়ে আর্থিক প্রতিবেদন দাখিলে ব্যর্থতার কারণে নয় কোম্পানির পরিচালনা পর্ষদকে আর্থিক জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিগুলো হচ্ছে রাসপিট বাংলাদেশ, রোজ হেভেন বলপেন, মেটালেক্স করপোরেশন, চিক টেক্সটাইল, মিতা টেক্সটাইল, রাসপিট ডাটা ম্যানেজম্যান্ট এ্যান্ড টেলিকমিউনিকেশন্স, বাংলাদেশ ইলেকট্রিসিটি মিটার, টিউলিপ ডেইরি এ্যান্ড ফুড ও মেঘনা শ্রিম্প কালচার।
×