ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডিএনসিসিতে বাণিজ্য

ঘুষের ৪০ লাখ টাকা মেয়রের নির্দেশে ৪৮ ঘণ্টার মধ্যে ফেরত

প্রকাশিত: ০৮:২৮, ১৯ জুলাই ২০১৬

ঘুষের ৪০ লাখ টাকা মেয়রের নির্দেশে ৪৮ ঘণ্টার মধ্যে ফেরত

মশিউর রহমান খান ॥ বেতন বাড়ানোর কথা বলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রায় ২ হাজার পরিচ্ছন্নকর্মীর কাছ থেকে ঘুষ হিসেবে তাদের নেতাদের নেয়া প্রায় ৪০ লাখ টাকা ফেরত দিতে বাধ্য করলেন মেয়র আনিসুল হক। দেশে এই প্রথমবারের মতো কোন সেবাদানকারী সংস্থার প্রধানকে এ রকম উদ্যোগ নিতে দেখা গেল। মেয়রের কঠোর নির্দেশে ঘুষের ২ হাজার টাকা প্রতিটি পরিচ্ছন্নকর্মীকে ৪৮ ঘণ্টার মধ্যে ফেরতও দিলেন নেতারা। এমনকি এসব টাকা প্রতিটি পরিচ্ছন্নকর্মীর বাসায় পৌঁছে দেয়া হয়েছে। টাকা ফেরত দেয়ার নির্দেশ বাস্তবায়নের কথা মেয়র আনিসুল হক জনকণ্ঠকে নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে পরিচ্ছন্নকর্মীর সংখ্যা প্রায় ২ হাজার। এসব কর্মীকে দৈনিক মজুরি হিসেবে এতদিন ২৬৫ টাকা করে দেয়া। সম্প্রতি সরকারের কাছে এদের মজুরি বাড়ানোর প্রস্তাব প্রেরণ করা হয়। সরকারও এদের মজুরি বাড়াতে সম্মত হয়। এরই অংশ হিসেবে সম্প্রতি অর্থ মন্ত্রণালয় একটি আদেশে পরিচ্ছন্নকর্মীদের ভাতা ২৬৫ টাকা থেকে বাড়িয়ে তা ৪৭৫ টাকা নির্ধারণ করে সিটি কর্পোরেশনকে প্রদান করতে নির্দেশ দেয়। এ সুযোগে পরিচ্ছন্নকর্মীদের নেতারা তাদের বেতন বাড়াতে প্রতিটি পরিচ্ছন্নকর্মীকেই বাধ্যতামূলকভাবে ২ হাজার টাকা করে চাঁদা প্রদান করার জন্য নির্দেশ দেন। অন্যথায় তাদের বেতন বাড়ানো সম্ভব হবে না বলে হুঁশিয়ারি দেন। ফলে বাধ্য হয়ে পরিচ্ছন্নকর্মীরা ২ হাজার টাকা করে সবাই পরিশোধ করেন, যার পরিমাণ দাঁড়ায় প্রায় ৪০ লাখ টাকা। দুই দিন আগে বিদেশ সফর শেষে মেয়র দেশে ফেরার পর তার কাছে এ সংক্রান্ত একটি অভিযোগ আসে। মেয়র তাৎক্ষণিক হস্তক্ষেপ করেন এবং ৪৮ ঘণ্টার মধ্যেই পরিচ্ছন্ন কর্মীদের কাছ থেকে নেয়া ঘুষের ৪০ লাখ টাকা ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিটি পরিচ্ছন্নকর্মীর বাড়িতে গিয়ে নেতাদের ফিরিয়ে দিতে বাধ্য করেন।
×