ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মার্জিন ঋণধারীদের তালিকা চেয়েছে গ্রামীণফোন

প্রকাশিত: ০৪:১৬, ১৯ জুলাই ২০১৬

মার্জিন ঋণধারীদের তালিকা চেয়েছে গ্রামীণফোন

পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রামীণফোন লিমিটেড (জিপি) ব্রোকার হাউস ও ডিপির কাছ থেকে মার্জিন ঋণধারীদের তথ্য চেয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডাদের নাম, বিও আইডি নম্বর, ক্লাইন্ট ওয়াইজ শেয়ার হোল্ডিং পজিশন, প্রযোজ্য কর হার এবং প্রাপ্য নেট লভ্যাংশের তথ্য পাঠাতে বলেছে। এছাড়া কোম্পানিটি বিনিয়োগকারীদের ব্যাংক হিসাব নম্বর, নাম ও রাউটিং নম্বরও পাঠাতে বলেছে। ব্রোকার হাউসগুলোকে আগামী ৯ আগস্টের আগেই তথ্যগুলো পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১২ ডিজিটের টিআইএন নম্বর হালনাগাদ করার আহ্বান জানিয়েছে। রেকর্ড ডেটের আগেই কোম্পানির বিনিয়োগকারীদের টিআইএন নম্বর হালনাগাদ করতে হবে। প্রসঙ্গত, যাদের টিআইএন ১২ ডিজিট থাকবে তাদের লভ্যাংশে কর কাটা হবে ১০ শতাংশ। আর যাদের টিআইএন থাকবে না তাদের ১৫ শতাংশ করে কর দিতে হবে। -অর্থনৈতিক রিপোর্টার শাহজালাল ইসলামী ব্যাংকের সভা রবিবার পুঁজিবাজারে তালিকাভুক্ত শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ২৪ জুলাই, রবিবার অনুষ্ঠিত হবে। ওইদিন বিকেল ৫টায় সভাটি হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, সভায় ব্যাংকের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। ওই প্রতিবেদন থেকে ব্যাংকের দ্বিতীয় প্রান্তিকের তথ্য পাওয়া যাবে। -অর্থনৈতিক রিপোর্টার
×