ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

পঞ্চম শ্রেণীর শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু ২০ নবেম্বর

প্রকাশিত: ০৫:৩৮, ১৮ জুলাই ২০১৬

পঞ্চম শ্রেণীর শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু  ২০  নবেম্বর

স্টাফ রিপোর্টার ॥ চলতি বছর পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হবে ২০ নবেম্বর। চলবে ২৭ নবেম্বর পর্যন্ত। রবিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষাসচিব হুমায়ুন খালিদ ও প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মোঃ আলমগীর। এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনীতে পরীক্ষার্থী ৩১ লাখ ২৫ হাজার এবং ইবতেদায়ি শিক্ষা সমাপনীতে পরীক্ষার্থী ৩ লাখ ২০ হাজার। মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী প্রাথমিক সমাপনীর ইংরেজী ২০ নবেম্বর, ২১ নবেম্বর বাংলা, ২২ নবেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২৩ নবেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২৪ নবেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা এবং ২৭ নবেম্বর গণিত পরীক্ষা হবে। আর ইবতেদায়ি সমাপনীর ইংরেজী ২০ নবেম্বর, ২১ নবেম্বর বাংলা, ২২ নবেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২৩ নবেম্বর আরবি, ২৪ নবেম্বর কুরআন ও তাজবীদ এবং আকাঈদ ও ফিকহ, ২৭ নবেম্বর গণিত পরীক্ষা হবে। সব পরীক্ষা বেলা ১১টায় শুরু হয়ে বেলা দেড়টায় শেষ হবে। পরীক্ষার সময় আড়াই ঘণ্টা। সভা শেষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান জানান, এবারও বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের ২০ মিনিট অতিরিক্ত সময় দেয়া হবে। পরীক্ষার ফি আগের মতোই ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর আগামী ২৭ ডিসেম্বরের মধ্যে এ দুটি পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
×