ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আমানের জামিন স্থগিত চেয়ে আবেদন খারিজ

প্রকাশিত: ০৬:২৩, ১৩ জুলাই ২০১৬

আমানের জামিন স্থগিত চেয়ে আবেদন খারিজ

স্টাফ রিপোর্টার ॥ নাশকতার চার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আমানুল্লাহ আমানের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করেছে আপীল বিভাগ। ফলে হাইকোর্টের দেয়া ছয় মাসের অন্তর্বর্তী জামিন আপীল বিভাগেও বহাল থাকল। অন্যদিকে হত্যা মামলায় বিএনপি নেতা সাবেক জাতীয় সংসদের হুইপ ও চাঁপাইনবাবগঞ্জ জেলার সভাপতি অধ্যাপক শাহজাহান মিয়ার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট। তার বিরুদ্ধে অন্য কোন মামলা না থাকায় তার মুক্তিতে আর কোন আইনগত বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী মাসুদ রানা। বিএনপির যুগ্ম মহাসচিব আমানুল্লাহ আমানের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করেছে আপীল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বাধীন আপীল বিভাগের বেঞ্চ এই আদেশ দেয়। আমানুল্লাহ আমানের আইনজীবী ব্যারিস্টার আতিকুর রহমান এই তথ্য নিশ্চিত করেন। আদালতে আমানুল্লাহ আমানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সগীর হোসেন লিওন ও ব্যারিস্টার আতিকুর রহমান। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল মাসুদ হাসান চৌধুরী পরাগ। এর আগে গত বছরের ৩১ আগস্ট বিচারপতি কেএম আব্দুল হাকিম ও বিচারপতি আশিষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আমানের জামিন মঞ্জুর করেন। ব্যারিস্টার আতিকুর রহমান বলেন, ২০১৫ সালের প্রথমদিকে অবরোধ ও হরতাল চলাকালীন গাড়ি পুড়িয়ে নাশকতায় জড়িত থাকার অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা দুটি এবং ওয়ারি থানায় দায়ের করা অপর দুটি মামলায় গ্রেফতার দেখানো হয়ে তাকে। ২০১৫ সালের ২৩ আগস্ট ওই চার মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেন আমানুল্লাহ আমান। ৩১ আগস্ট শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করে । হাইকোর্টের জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে। শাহজাহান মিয়া ॥ গণতন্ত্র হত্যা দিবসকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘটিত সংঘর্ষে এক জন নিহতের ঘটনায় করা হত্যা মামলায় বিএনপি নেতা সাবেক জাতীয় সংসদের হুইপ ও চাঁপাইনবাবগঞ্জ জেলার সভাপতি অধ্যাপক শাহজাহান মিয়ার আন্তর্বর্তীকালান জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট। তার বিরুদ্ধে অন্য কোন মামলা না থাকায় তার মুক্তিতে আর কোন আইনগত বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী মাসুদ রানা। জামিন আবেদনের শুনানি করে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মোঃ মুজিবুর রহমান মিয়ার সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেয়। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেছেন সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, সঙ্গে ছিলেন মোঃ মাসুদ রানা।
×