ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঈগলের কাণ্ড!

প্রকাশিত: ০৫:৫০, ১৩ জুলাই ২০১৬

ঈগলের কাণ্ড!

নখরযুক্ত লম্বা পায়ের সাহায্যে একটি শিশুকে উড়িয়ে নিয়ে যেতে চাইছিল একটি ঈগল। মধ্য অস্ট্রেলিয়ায় একটি জনপ্রিয় বন্যপ্রাণী প্রদর্শনীতে এ ঘটনা ঘটে। এ্যালিস স্প্রিস ডেজার্ট পার্কে হঠাৎ একটি ঈগল এক শিশুর মাথায় এসে পড়ে। ঈগলটি তার বাঁকানো নখরগুলো দিয়ে শিশুটির মাথায় থাকা কাপড় ধরে তাকে উড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ দৃশ্য দেখে উপস্থিত লোকজন হতবিহ্বল হয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, একটি ছোট প্রাণীর মতো শিশুটিকে তুলে নেয়ার চেষ্টা করে ঈগলটি। ছয় থেকে আট বছর বয়সী শিশুটি তার পরনে থাকা টুপিওয়ালা পোশাক দিয়ে নিজেকে রক্ষা করতে সক্ষম হয়। এ ঘটনা ৬ জুলাইয়ের। ওইদিন ভিক্টোরিয়া রাজ্যের হরশ্যাম থেকে স্বামীকে সঙ্গে নিয়ে পার্কে এসেছিলেন ক্রিস্টিন ও’কর্নেল। তিনি জানান, প্রায় ১৫ কিলোমিটার দূর থেকে ঈগলটি হঠাৎ নেমে আসে শিশুটির মাথা বরাবর। তারপর তাকে তুলে নিতে চেষ্টা চালায়। এ সময় শিশুটির পাশে আরেকজন নারী তার সন্তান নিয়ে বসে ছিলেন। তিনি ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। পরে পার্কের স্টাফরা এসে ঈগলটিকে তাড়িয়ে দিতে সক্ষম হন। ঈগলের আক্রমণে শিশুটির শরীরে ক্ষত ও রক্তক্ষরণ হয়। তখন ভয়ে শিশুটি কাঁদছিল। তবে তার দেহের ক্ষত মারাত্মক নয়। আরেকজন প্রত্যক্ষদর্শী জানান, শিশুটির ওপর ঈগলের আক্রমণের পর অল্প সময়ের মধ্যে প্রদর্শনী বন্ধ ঘোষণা করা হয়। তবে প্রদর্শনীর শেষ দিকে প্রধান আকর্ষণ হিসেবে থাকে ঈগল। এতদিন পর্যন্ত ঈগল এ ধরনের কোন আচরণ করেনি ওই পার্কে। কিন্তু এ ঘটনার পর প্রদর্শনীতে ঈগল না রাখার বিষয়ে কথা চলছে। -ডেইলি মেইল ও বিবিসি অবলম্বনে।
×