ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিলেন মাজেদুর রহমান

প্রকাশিত: ০৩:৪৪, ১৩ জুলাই ২০১৬

ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিলেন মাজেদুর রহমান

অর্থনৈতিক রিপোর্টার ॥ কে এ এম মাজেদুর রহমান দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের দ্বিতীয় ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন। মঙ্গলবার তিনি কাজে যোগদান করেন। এর আগে পুঁজিবাজার অপারেশন, স্ট্রাটেজিক প্ল্যানিং বিজনেস ডেভেলপমেন্ট এবং ব্যালেন্স শিট ম্যানেজমেন্টে দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন মাজেদুর রহমান পেশাগত জীবনে দেশী-বিদেশী বিভিন্ন ব্যাংকে সুনামের সহিত সুদীর্ঘ ৩৩ বছর ব্যাংক কর্মকর্তা হিসেবে কাজ করেছে। তিনি আমেরিকাভিত্তিক ই-কারেন্সি মিন্ট ইনকর্পোরেশনের কনসালটেন্ট হিসেবে কর্মরত ছিলেন। ব্যাংকিং জগতে তিনি সর্বশেষ প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। মাজেদুর রহমান কান্ট্রি হেড ব্যাংক আল-ফালাহ লিমিটেড, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবি ব্যাংক লিমিটেড, উপ-ব্যবস্থাপনা পরিচালক আইপিডিসি বাংলাদেশ লিমিটেড, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ঢাকা ব্যাংক লিঃ, হেড অব অপারেশন এ্যান্ড এইচ আর এবং হেড অব রিটেইল ব্যাংকিং, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। মাজেদুর রহমান ১৯৮১ সালের আগস্ট মাসে এএনজেড গ্রিন্ডলেস ব্যাংক লিমিটেডে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে ব্যাংকিং কর্মজীবন শুরু করেন। মাজেদুর রহমান যুক্তরাজ্যের ইনস্টিটিউট অব রিস্ক ম্যানেজমেন্ট থেকে ‘ফান্ডামেন্টালস অব রিস্ক ম্যানেজমেন্ট’, ইউনিভার্সিটি অব অক্সফোর্ড থেকে ‘স্ট্র্যাটেজিক লিডারশিপ প্রোগ্রাম’, এক্সেকিউটিভ ডেভেলপমেন্ট ইন্টারন্যাশনাল থেকে ‘হার্ট অব লিডারশিপ’, লন্ডন বিজনেস স্কুল থেকে ‘ক্রিয়েটিং দি ফিউচার’, টুস রস থেকে ‘জব ইভ্যালুয়েশন ও পে সিস্টেমস’ ও যুক্তরাজ্য থেকে এ্যাসেট লায়েবিলিটিজ ম্যানেজমেন্টের ওপর প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
×