ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিদ্ধিরগঞ্জে দু’বাসের মাঝে চাপা পড়ে পুলিশ নিহত

প্রকাশিত: ০৮:৫৭, ১২ জুলাই ২০১৬

সিদ্ধিরগঞ্জে দু’বাসের মাঝে চাপা পড়ে পুলিশ নিহত

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ১১ জুলাই ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জে এবার দুই বাসের প্রতিযোগিতার সময় মাঝে চাপা পড়ে মহিদুল হাসান (২৮) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছে। মহিদুল হাসান সানারপাড় বাসস্ট্যান্ড এলাকায় দুই বাসের চাপায় সোমবার ভোর ৫টায় গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে সন্ধ্যা ৭টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মহিদুল হাসান বগুড়া সোনাতলার মৃত আবদুর রহিমের ছেলে। তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়নের (৫ম-এপিবিএন) সদস্য ছিলেন। মহিদুল ইসলাম হাইকোর্টে কর্মরত ছিলেন বলে সিদ্ধিরগঞ্জ থানার ওসি জানান। নিহতের বড় ভাই রফিকুল ইসলাম জানান, সোমবার ভোর সাড়ে ৫টায় মহিদুল হাসান তার কর্মস্থল হাইকোর্টে যাচ্ছিলেন। সানারপাড় বাসস্ট্যান্ড এলাকায় দুই বাসের পাল্লা দেয়ার সময় তিনি মাঝে পড়ে গেলে ওই দুই বাসের চাপায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা ৭টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মু. সরাফত উল্লাহ ঘটনাটি স্বীকার করে জানান, নিহত মহিদুল হাসান সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় তার ভাইয়ের বাসায় এসেছিলেন। সোমবার ভোরে তার কর্মস্থল ঢাকায় ফিরে যাওয়ার সময় মিতালী ও মেঘালয় পরিবহনের দুই বাসের প্রতিযোগিতার সময় ওই দুই বাসের মাঝে চাপা পড়ে মহিদুল হাসান গুরুতর আহত হন। পরে সে হাসপাতালে মারা যান। এ ঘটনায় দুই বাস এবং চলকদের আটক করা হয়েছে।
×