ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

বিটিভিতে আজ ‘ইত্যাদি’

প্রকাশিত: ০৩:৪৯, ১২ জুলাই ২০১৬

বিটিভিতে আজ ‘ইত্যাদি’

সংস্কৃতি ডেস্ক ॥ দর্শকদের প্রশংসাধন্য ঈদের বিশেষ ইত্যাদি পুনঃপ্রচার হবে আজ মঙ্গলুবার রাত আটটার বাংলা সংবাদের পর। দর্শকদের আনন্দের ষোলোকলা পূর্ণ করে এবারের ঈদের ‘ইত্যাদি’ এরই মধ্যে দর্শক রায়ে ঈদের সেরা অনুষ্ঠান হিসেবে বিবেচিত হয়েছে। বরাবরের মতো এবারও ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ গানটি দিয়ে শুরু হয় ঈদের ‘ইত্যাদি’। গানটিতে অংশ নিয়েছেন ইত্যাদিতে প্রদর্শিত ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী হেলাল মিয়ার শিল্পী পরিবার এবং তাদের নেতৃত্বে আরও শতাধিক দৃষ্টি প্রতিবন্ধী শিল্পী। এবারের ঈদ ‘ইত্যাদি’তে একটি দেশাত্মবোধক গান গেয়েছেন শিল্পী এ্যান্ড্রু কিশোর। এবারের গানটি তৈরি করা হয়েছে নারী নির্যাতন, তরুণদের মূল্যবোধ ও শিশু অধিকার নিয়ে। গানটির চিত্রায়নে এ্যান্ড্রু কিশোরের সঙ্গে কোরিওগ্রাফী করেছেন ঢাকা ক্যান্ট গার্লস পাবলিক স্কুল এ্যান্ড কলেজের শতাধিক শিক্ষার্থী। রয়েছে ভিনগ্রহের তিন মানবের এই পৃথিবী নামক গ্রহে আগমন ও ভিন্ন অভিজ্ঞতা নিয়ে ফিরে যাওয়া। ভিন্ন অভিজ্ঞতা নিয়ে ফিরে যাওয়ার ওপর একটি ভিন্নধর্মী পর্ব। এই পর্বে অংশ নিয়েছেন অভিনেতা ও পরিচালক শহীদুজ্জামান সেলিম, মীর সাব্বির এবং মডেল-অভিনেতা ঈমন এবং একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়ক আলমগীর। প্রতি ঈদের ইত্যাদির মতো এবারের ‘ইত্যাদি’তেও একটি ভিন্ন আঙ্গিকের নাচের আয়োজন রয়েছে। আর এবারের নৃত্যে অংশ নিয়েছেন বিনোদন অঙ্গনের চার তারকা শিল্পী চিত্রনায়ক ফেরদৌস, চিত্রনায়িকা পূর্ণিমা, মডেল অভিনেতা নোবেল ও অভিনেত্রী অপি করিম। বিদেশীদের নিয়ে এবারও রয়েছে একটি ব্যতিক্রমী আয়োজন। এই পর্বটিতে সারা পৃথিবীর নানা দেশের অর্ধ শতাধিক বিদেশী নাগরিক অংশ নিয়েছেন। এই পর্বটির এবারের বিষয়বস্তু বাল্য বিবাহ। প্রতি ঈদের মতো এবারও রয়েছে ব্যাপক আয়োজনে বিষয়ভিত্তিক দলীয় সঙ্গীত এবং এবারের দর্শক পর্বে নির্বাচিত দর্শকদের সঙ্গে অংশ নেন ফোক সম্রাজ্ঞী মমতাজ। রয়েছে চার দৃষ্টি প্রতিবন্ধী বোনের ঈদ উদযাপন নিয়ে একটি প্রতিবেদন। এছাড়া রয়েছে মৌসুমী ব্যবসায়ী ভাগ্নের নতুন ব্যবসার পরিকল্পনা আর দর্শকদের সামনে নানি-নাতির নানান বিষয় নিয়ে মাতামাতি।
×