ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জনগণের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে সরকার ॥ রিজভী

প্রকাশিত: ০৬:০৫, ২৫ জুন ২০১৬

জনগণের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে  সরকার ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় আক্রমণমূলক কথা বলেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভী অভিযোগ করেন, গত কয়েক দিনে পাইকারি হারে গ্রেফতার করে জনগণের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে সরকার। তারা স্বাধীনতা অন্যের কাছে বন্ধক দিয়ে ক্ষমতা পাকাপোক্ত করার চেষ্টা করছে। তিনি বলেন, ভারসাম্য হারালে কোন বস্তু স্থিতিশীল থাকতে পারে না। সরকার ভারসাম্য হারিয়ে ফেলেছে। যেমন- কারাগারে মানব বিপর্যয়। এটা এ ভারসাম্যহীনতার নিদর্শন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিতি ছিলেন বিএনপির যুগ্মমহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স প্রমুখ। জামায়াত নিষিদ্ধ করলেই দেশের সমস্যার সমাধান হবে না -গয়েশ্বর ॥ জামায়াতকে নিষিদ্ধ করলেই দেশের সমস্যার সমাধান হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, সরকার কি গ্যারান্টি দিতে পারে জামায়াতকে নিষিদ্ধ করলেই দেশের সমস্যার সমাধান হয়ে যাবে? সরকার কি বলতে পারে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট ডাকাতি হবে না। তাহলে আসুন আমরা সবাই মিলে জামায়াতকে নিষিদ্ধ করি। তবে আমরা জানি সরকার সে গ্যারান্টি দিতে পারেন না। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘জাতীয়তাবাদী প্রজন্ম ৭১’ নামক সংগঠন আয়োজিত ‘রাজনীতির অস্থিরতা ও গণতন্ত্রের ভবিষ্যত’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে সরকার -নোমান ॥ সরকার দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র নেতা আব্দুল্লাহ আল নোমান।
×