ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডিএসইর এমডি নিয়োগে স্বল্প তালিকায় চারজন

প্রকাশিত: ০৩:৫২, ২১ জুন ২০১৬

ডিএসইর এমডি নিয়োগে স্বল্প তালিকায় চারজন

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের জন্য চারজনের স্বল্প তালিকা করা হয়েছে। মোট ১২ জনের সাক্ষাতকার শেষে এ চারজনকে এই তালিকায় রাখা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। চারজনের স্বল্প তালিকায় ডিএসই কর্তৃপক্ষের প্রথম পছন্দ হিসেবে রয়েছেন কাজী আবু মোহাম্মদ মাজেদুর রহমান। এরপরে যথাক্রমে রয়েছেন- আবুল এহতেশাম আব্দুল মুহাইমেন, মাশিউল হক চৌধুরী ও আক্তার হোসেন সান্নামাত। ডিএসইতে খোঁজ নিয়ে জানা গেছে, সাক্ষাতকারের জন্য ১৩ জনকে নির্বাচন করা হয়। তবে এদের মধ্যে সম্প্রতি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এমডি হিসেবে যোগদান করা এম সাইফুর রহমান মজুমদার সাক্ষাতকারে অংশগ্রহণ করেননি। যাতে ১২ জনের মধ্যে সাক্ষাতকার সম্পন্ন হয়। এরপরে এই ১২ জনের মধ্য থেকে পরবর্তী ধাপের জন্য চারজনের স্বল্প তালিকা করা হয়েছে। জানা গেছে, ব্যাংকিং খাতে ৩০ বছরের অভিজ্ঞ কাজী আবু মোহাম্মদ মাজেদুর রহমান দক্ষিণ এশিয়া, অস্ট্রেলিয়া, মিডল ইষ্ট ও আফ্রিকায় একই খাতে কাজ করেছেন। তিনি বিভিন্ন সময়ে এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংক, মাশরেক ব্যাংক, স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ঢাকা ব্যাংক, ব্যাংক আলফালাহ, এবি ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংকে কর্মরত ছিলেন। বর্তমানে স্বতন্ত্র পরিচালক হিসেবে লঙ্কাবাংলা ফাইন্যান্সে ও আর্থিক পরামর্শক হিসেবে আয়ারল্যান্ডভিত্তিক ইকারেন্সি মিন্ট লিমিটেডে জড়িত আছেন। জানা গেছে, চলতি সপ্তাহে এমডি নিয়োগের বিষয়ে ডিএসই কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন। তার আগে স্বল্প তালিকার চারজনের সঙ্গেই বেতনসহ আনুষঙ্গিক বিষয়াদি নিয়ে আলোচনা করা হবে। এরপরে এদের মধ্যে থেকে একজনকে চূড়ান্ত করে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে নাম সুপারিশ করা হবে। আর বিএসইসির অনুমোদন পেলে চূড়ান্ত নিয়োগ দেয়া হবে। এর আগে এমডির খোঁজে ডিএসই দুই দফায় বিজ্ঞপ্তি প্রকাশ করে। প্রথম দফায় আশানুরূপ যোগ্য প্রার্থীর আবেদন জমা না পড়ায়, দ্বিতীয় দফায় আবেদন চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। উল্লেখ্য, মেয়াদ শেষে স্বপন কুমার বালা পদ ছেড়ে দেয়ায় প্রতিষ্ঠানটির এমডি পদটি খালি হয় চলতি বছরের ১৩ এপ্রিল। আর এই পদের জন্য এপ্রিল মাসের শুরুতে প্রথম দফায় বিজ্ঞপ্তি প্রকাশ করে ডিএসই। বিজ্ঞপ্তিতে আগ্রহী প্রার্থীদের ১৭ এপ্রিলের মধ্যে ডিএসইর চেয়ারম্যান বরাবর আবেদন করতে বলা হয়। দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তিতে আগ্রহী প্রার্থীদের ১৫ মের মধ্যে আবেদন করতে বলা হয়। এদিকে ডিএসইর এমডি পদে নিয়োগ লাভের জন্য শিক্ষাগত যোগ্যতা ও পেশাদারি দক্ষতার ২টি শতের্র কথা বলা হয়। এর মধ্যে যে কোন একটি শর্ত পূরণ করলেই হবে। প্রথম শর্ত হিসেবে বলা হয়, ব্যবসায় ব্যবস্থাপনায় কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতাসহ অর্থনীতি, ব্যবসায়, পরিসংখ্যান, গণিত অথবা আইন বিষয়ে স্নাতক থাকতে হবে। ২য় শর্তে বলা হয়, ন্যূনতম ১০ বছরের পেশাদারিত্বের অভিজ্ঞতাসহ সিএফএ, সিএ, সিএমএ, সিএস, সিপিএ ইত্যাদি পেশাদারি পদবি থাকতে হবে। তবে পুঁজিবাজার বা সম্পর্কিত ক্ষেত্রে আন্তর্জাতিক মানের দক্ষতাসম্পন্ন ব্যক্তির ক্ষেত্রে নিয়োগ লাভে প্রথম দুটি শর্ত ডিএসইর পরিচালনা পর্ষদের সম্মতিতে শিথিল করা যেতে পারে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
×