ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সঙ্গীত পরিচালনায় ব্যস্ত জাভেদ আহমেদ কিসলু

প্রকাশিত: ০৪:০৬, ২০ জুন ২০১৬

সঙ্গীত পরিচালনায় ব্যস্ত  জাভেদ আহমেদ কিসলু

স্টাফ রিপোর্টার ॥ বর্তমান সময়ে যে কয়েকজন সুরকার ও সঙ্গীত পরিচালক নিজ অঙ্গনে ব্যস্ত সময় পার করছেন তাদের মধ্যে অন্যতম জাভেদ আহমেদ কিসলু। সঙ্গীতাঙ্গনে অডিও এ্যালবাম এবং চলচ্চিত্র দু’মাধ্যমেই সমানতালে কাজ করছেন তিনি। তবে তিনি অডিওর চেয়ে চলচ্চিত্রের কাজেই বেশি পছন্দ করেন। সাম্প্রতিক সময়ে কাজের ব্যস্ততা প্রসঙ্গে তিনি বলেন, চলচ্চিত্রের কাজে ব্যস্ত সময় পার করছি তার মধ্যে ‘আমার বাংলাদেশ’, ‘জিদ্দী’, রাজু চৌধুরী পরিচালিত ‘শুটার’সহ আরও বেশ কয়টি চলচ্চিত্রে কাজ করছি। মনির খানের গানের কাজ করছি। পাশাপাশি অডিওতে সলো ও বেশ কয়টি মিশ্র এ্যালবামের কাজ করছি। এছাড়া নাটকের আবহ সঙ্গীত ও টাইটেল গানের ব্যস্ততাও তার বেশ। চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনায় তার শুরুটা পরিচালক মোস্তাক আহমেদের হাত ধরে। ইতোমধ্যে প্রায় তিনশ’ চলচ্চিত্রের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন। চলচ্চিত্র এবং অডিও এ্যালবামে তার শ্রোতাপ্রিয় গানের সংখ্যা অনেক। বর্তমান সময়ে সফল সঙ্গীত পরিচালক কিসলু বলেন, আমার খুব ছোট বেলা থেকেই গানের প্রতি ভাল লাগা ছিল। তবে ছোট বেলায় আমি ফুটবলার হতে চেয়েছিলাম। তারপর একটু বড় হওয়ার পর সঙ্গীত শিল্পী হতে চেয়েছিলাম। এ জন্য আমি ব্যান্ড গঠন করি। পরে আর গান গাওয়া হয়ে ওঠেনি। আমি কিবোর্ড বাজানো শিখেছি সে সময়ই। পাশাপাশি মনে পুষেছি একজন সফল সঙ্গীত পরিচালক হওয়ার স্বপ্ন। আমার সঙ্গীত পরিচালনায় অডিও এবং চলচ্চিত্রে আমাদের দেশের প্রায়ই সকল সঙ্গীত শিল্পীই গান করেছেন। ভবিষ্যৎ অডিও এ্যালবামের পাশাপাশি চলচ্চিত্রের গানেও মনোনিবেশ করতে চান তিনি। ইতোমধ্যে তিনি বিশ বছর সঙ্গীত ক্যারিয়ার পার করেছেন। বিশ বছরের প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে তিনি বলেন, দর্শক আমাকে কিসলু হিসেবে চেনেন এটাই বড় পাওয়া। তবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার স্বপ্ন দেখি। বাংলা গান নিয়ে তার স্বপ্নের কথা বলতে গিয়ে তিনি বলেন, গুণী ওস্তাদের নিয়ে গানের এ্যালবাম করতে চাই। সারা জীবন বাংলা গানের সঙ্গে থাকতে চাই। শ্রোতারা যে ধরনের গান পছন্দ করে, সে ধরনের গান বেশী বেশী করতে চাই। আমি চাই বাংলাদেশের গান সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছাক। আমি আরও স্বপ্ন দেখি আমার সঙ্গীত পরিচালনায় দেশে ও দেশের বাইরের অনেক জনপ্রিয় শিল্পীরা গান গাইবে।
×