ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় নিহত চার

প্রকাশিত: ০৪:১৫, ১৯ জুন ২০১৬

সড়ক দুর্ঘটনায় নিহত চার

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় গাজীপুর, মাগুরা ও কিশোরগঞ্জে চারজন নিহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। গাজীপুর ॥ কালীগঞ্জে শনিবার কাঁঠাল কিনতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক কাভার্ডভ্যানের হেলপার নিহত হয়েছে। নিহতের নাম শরীফ হোসেন (১৯)। সে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার হুগলী গ্রামের মোঃ জাকির হোসেনের ছেলে। এছাড়াও অপর ঘটনায় বাসের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত এক নারী ভিক্ষুক নিহত হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, কালীগঞ্জের নাগরী ইউনিয়নের কাঞ্চন-মীরেরবাজার মহাসড়কে গলান বাজারের পাশে শনিবার দুপুরে ঢাকার তেজগাঁও এলাকার প্যারাগন কোম্পানির একটি কাভার্ডভ্যান পার্কিং করে। পরে ওই ভ্যানের হেলপার শরীফ গাড়ি থেকে নেমে সড়কের পাশে কাঁঠাল কিনছিল। এসময় অজ্ঞাতনামা দুই অরোহীসহ একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে সে মাথায় আঘাত পেয়ে মহাসড়কে পড়ে যায়। ওই সময় মীরেরবাজারগামী বেপরোয়া গতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে হেলপার শরীফ ঘটনাস্থলেই মারা যায়। গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তার নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে এক নারী শুক্রবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিল। এসময় ঢাকাগামী রাজদূত পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। মাগুরা ॥ শনিবার বেলা ১১টার দিকে মাগুরায় সড়ক দুর্ঘটনায় স্বরসতি রানী (২০) নামে এক তরুণী নিহত এবং অপর দুইজন আহত হয়েছে। নিহত স্বরসতির পিতার নাম স্বপন বিশ্বাস, বাড়ি সদর উপজেলার কেচুয়াডবি গ্রামে । আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে । জানা যায়, মাগুরা-যশোর সড়কের কেচুয়াডবিতে একটি বাস ও নছিমনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। কিশোরগঞ্জ ॥ কটিয়াদী উপজেলায় সিএনজি ও ইঞ্জিনচালিত টমটমের মুখোমুখি সংঘর্ষে আহাম্মদ আলী (৪৫) নামে এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তিনি মিঠামইন উপজেলা সদরের বাসিন্দা আব্দুর রহমানের ছেলে। এ ঘটনায় আরও ৪ যাত্রী গুরুতর আহত হয়েছে। শনিবার দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব সড়কের কটিয়াদী পৌরসভার ভোগপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, করিমগঞ্জের চামড়াঘাট থেকে ৫ যাত্রী নিয়ে সিএনজিটি ভৈরব যাচ্ছিল। কটিয়াদী ভোগপাড়ায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি টমটমের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি যাত্রী আহাম্মদ আলীর মৃত্যু হয়।
×