ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

১০০ বছর পাঙ্গারাণী লক্ষ্মীপ্রিয়া বিদ্যালয়

প্রকাশিত: ০৪:২২, ১৮ জুন ২০১৬

১০০ বছর পাঙ্গারাণী লক্ষ্মীপ্রিয়া বিদ্যালয়

স্কুলটির বয়স এক শ’ বছর। নাম পাঙ্গারাণী লক্ষ্মীপ্রিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়। সুদীর্ঘকাল ধরে ঐতিহ্যবাহী প্রাচীন এ বিদ্যাপীঠটি এ অঞ্চলে শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা রেখে চলেছে। ১৪ একর জমির ওপর প্রতিষ্ঠিত বিশাল আয়তনের এ স্কুলে খেলার মাঠ, পুকুর, বড় বড় গাছÑ কী নেই! জমিদার রাজা দেবেন্দ্রনাথ কোঙরের স্ত্রী রাণী সরযু প্রিয়ার নামে প্রতিষ্ঠিত স্কুলটি এক সময় ছিল এ অঞ্চলের একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান। এখানে পড়ালেখা করে অনেকে আজ দেশের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে। এক শতাব্দী পরও স্কুলটির সুনাম ও খ্যাতি আজও অক্ষুণœ রয়েছে। ১৮৬৮ সালে প্রাইমারী স্কুল হিসেবে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। ১৯১৪ সালে এটি জুনিয়ার হাই স্কুলে রূপ নেয়। আর ১৯৩৯ সালের ১৬ ফেব্রুয়ারি তা হাই স্কুলে উন্নীত হয়। প্রথম প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বাগিশ চন্দ্র ভট্টাচার্য। পরে শচীন্দ্রনাথ রায়। প্রথম আট প্রধান শিক্ষকের সবাই ছিলেন প-িত ব্যক্তি। রাজারহাট উপজেলা সদর থেকে সাত কিলোমিটার দূরে অবস্থিত স্কুলটি প্রতিষ্ঠা করেন রাজা দেবেন্দ্রনাথ কোঙর। ছিনাই ইউনিয়নের সুরেন্দ্রনাথ চক্রবর্তী ছিলেন স্কুলটিকে হাইস্কুলে রূপ দেয়ার উদ্যোক্তা। কলকাতা থেকে আইন শাস্ত্রে স্নাতক ডিগ্রী নিয়ে গ্রামে ফিরে দেখেন এ এলাকায় কোন হাইস্কুল নেই। তাই স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্কুলটি গড়ে তোলার উদ্যোগ নেন তিনি। অন্য উদ্যোক্তাদের মধ্যে ছিলেনÑ মাইনর স্কুলের প্রধান শিক্ষক মোবারক হোসেন, ডা. জহুর উদ্দিন, আবদুল ওয়াহেদ, জহুর বসুনিয়া, তরিলক্ষনাথ রায়, রমেশ চন্দ্র, শৈলেন্দ্রনাথ মিশ্র প্রমুখ। ১৯৭১ সালে স্কুলের প্রধান শিক্ষক আবুল কাশেম পাকবাহিনীর হাতে নিহত হন। এ স্কুলের অনেক শিক্ষার্থী পরবর্তীতে স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছে। স্কুলের পুরাতন ভবনের অংশবিশেষ অক্ষত রয়েছে এখনও। তবে স্বাধীনতাযুদ্ধের সময় লুটতরাজের কারণে নির্মাণশৈলীর অনেককিছুই হারিয়ে গেছে। এখন নির্মিত হয়েছে নতুন নতুন ভবন। বিশালাকারের খেলার মাঠকে ঘিরে স্কুল ভবনটি সহজেই নজর কাড়ে। প্রধান শিক্ষক সৈয়দ ইসতিয়াক আলী জানান, শতাব্দী প্রাচীন এ স্কুলটির সুনাম ও সম্মান ধরে রাখার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। Ñরাজু মোস্তাফিজ, কুড়িগ্রাম থেকে
×