ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সাড়ে তিন মাসে সর্বোচ্চ লেনদেন

প্রকাশিত: ০৩:৫৬, ১৭ জুন ২০১৬

পুঁজিবাজারে সাড়ে তিন মাসে সর্বোচ্চ লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার লেনদেন ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে। ডিএসইতে ৫৩০ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের চেয়ে ১৭২ কোটি ৯১ লাখ টাকা বা ৪৮ শতাংশ বেশি। আগের দিন ডিএসইতে ৩৫৭ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এর আগে গত ২ মার্চ ডিএসইতে সর্বোচ্চ ৫৭৮ কোটি টাকা লেনদেন হয়েছিল। অর্থাৎ এক কথা ডিএসইতে বৃহস্পতিবারের লেনদেন গত সাড়ে তিন মাসে সর্বোচ্চ লেনদেন। সপ্তাহের শেষ দিনে পুঁজিবাজারে লেনদেনের বড় ধরনের অগ্রগতি থাকলেও সূচকের পতন ঠিকই ঘটেছে। ডিএসইতে সব ধরনের মূল্য সূচক কমেছে। বৃহস্পতিবার ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩১৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৯টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৩৯৫ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮০ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭২৯ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : একমি ল্যাবরেটরিজ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, বিএসআরএম লিমিটেড, ডরিন পাওয়ার, ব্র্যাক ব্যাংক, অলিম্পিক এক্সেসরিজ, শাহজিবাজার পাওয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট, আমান ফিড ও কাসেম ড্রাইসেল। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : জিকিউ বলপেন, ৮ম আইসিবি, অগ্রণী ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন, ইবনে সিনা, এএফসি এ্যাগ্রো, একমি ল্যাবরেটরিজ, ইউনাইটেড ইন্স্যুরেন্স, ফারইস্ট নিটিং ও ডরিন পাওয়ার। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : দুলা মিয়া কটন, সাভার রিফ্যাক্টরিজ, ঝিল বাংলা, কাসেম ড্রাইসেল, আইএফআইসি ১ম মিউচুয়াল ফান্ড, আমান ফিড, তসরিফা ইন্ড্রাস্টিজ, ৭ম আইসিবি, আনোয়ার গ্যালভানাইজিং ও আনালিমা ইয়ার্ন। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৫২৯ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬৯টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : একমি ল্যাবরেটরিজ, অলিম্পিক ইন্ড্রাস্টিজ, বিএসআরএম লিমিটেড, ডরিন পাওয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট, অলিম্পিক এক্সেসরিজ, কাসেম ড্রাইসেল, জিপিএইচ ইস্পাত, ইউনাইটেড এয়ার ও কেডিএস এক্সেসরিজ।
×