ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

১১ মাসে অতিরিক্ত ৩ হাজার কোটি টাকা আয়

সংশোধিত লক্ষ্যমাত্রা ছাড়াল রাজস্ব আদায়

প্রকাশিত: ০৭:০৫, ১৬ জুন ২০১৬

সংশোধিত লক্ষ্যমাত্রা ছাড়াল রাজস্ব আদায়

অর্থনৈতিক রিপার্টার ॥ চলতি ২০১৫-১৬ অর্থবছরের ১১ মাসে সংশোধিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে সাফল্যে দ্বারপ্রান্তে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। জুলাই থেকে মে মাস পর্যন্ত লক্ষ্যমাত্রা অর্জন করেও অতিরিক্ত তিন হাজার কোটি টাকার রাজস্ব আদায় করেছে প্রতিষ্ঠানটি। চলতি অর্থবছর (জুলাই-জুন) শেষে লক্ষ্যমাত্রার অতিরিক্ত ১০ হাজার কোটি টাকা আদায় করতে সক্ষম হবে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নজিবুর রহমান এমনই দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রাকে ইতোমধ্যে অতিক্রম করেছি। সর্বশেষ তথ্যানুসারে জুলাই-মে মাস পর্যন্ত ১ লাখ ৩৩ হাজার কোটি টাকা আদায় হয়েছে। যেখানে মে মাস পর্যন্ত আমাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল প্রায় ১ লাখ ৩০ হাজার কোটি টাকা। জান যায়, মাস হিসেবেও গত অর্থবছরের তুলনায় মে মাসে রাজস্ব আদায় অনেক বৃদ্ধি পেয়েছে। পুরো অর্থবছর শেষে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা তা ছড়িয়ে যাওয়ার আশা করা হচ্ছে। অর্থবছর শেষে লক্ষ্যমাত্রা ১ লাখ ৬০ হাজার কোটি টাকা দাঁড়াবে। অর্থাৎ, সংশোধিত ১ লাখ ৫০ হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে অতিরিক্ত ১০ হাজার কোটি টাকার রাজস্ব আদায় করতে পারবে প্রতিষ্ঠানটি। গত ২০১৪-১৫ অর্থবছরও লক্ষ্যমাত্রার চেয়ে ১ হাজার ২৩৮ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেছিল এনবিআর। যদিও প্রতিষ্ঠানটি চলতি অর্থবছরে লক্ষ্যমাত্রা অতিক্রম করে প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল)। ওই সময়ে প্রতিষ্ঠানটি লক্ষ্যমাত্রা ছাড়িয়ে অতিরিক্ত ২ হাজার ২১৭ কোটি ২৪ লাখ টাকা আদায় করতে সক্ষম হয়েছে। যা পূর্বের অর্থবছরের তুলনায় ১৫ দশমিক ৭২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। ২০১৫-১৬ অর্থবছরের প্রথম ১০ মাসে ১ লাখ ১৭ হাজার ১২১ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে এনবিআর আদায় করেছে ১ লাখ ১৯ হাজার ৩৩৮ কোটি ২৪ লাখ টাকা। কমিয়ে আনা লক্ষ্যমাত্রার চাইতে ১ দশমিক ৮৯ শতাংশ বা ২ হাজার ২১৭ কোটি ২৪ লাখ টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। আয়কর, মূল্য সংযোজন কর (ভ্যাট/মূসক) ও শুল্ক এই তিনটি খাতের রাজস্ব আদায়ের বিষয়ে এনবিআর সূত্রে জানা যায়, জুলাই থেকে মে মাস পর্যন্ত সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয়েছে ভ্যাট থেকে। এ সময়ে ভ্যাট থেকে রাজস্ব আদায় হয়েছে ৪৪ হাজার ৬২৫ কোটি ৮৪ লাখ টাকা। এরপর প্রত্যক্ষ কর আয়কর থেকে রাজস্ব আদায় হয়েছে ৩৮ হাজার ৬৩২ কোটি ৩০ লাখ টাকা ও সর্বশেষ শুল্ক খাত হতে (আমদানি ও রফতানি শুল্ক) আদায় হয়েছে ৩৬ হাজার ৮০ কোটি ১০ লাখ টাকা। সূত্র আরও জানায়, শুধু এপ্রিল মাসে মোট রাজস্ব আদায় হয়েছে ১৩ হাজার ৯০৫ কোটি ৭৬ লাখ টাকা। এর মধ্যে শুল্ক খাত থেকে ৩ হাজার ৭৪২ কোটি ৫ লাখ, ভ্যাট থেকে ৪ হাজার ৭১০ কোটি ৪০ লাখ ও আয়কর খাত থেকে ৫ হাজার ৪৫৩ কোটি ৩১ লাখ টাকা আদায় হয়েছে। এই মাসের রাজস্বে প্রবৃদ্ধি হয়েছে ১৪ দশমিক ২৬ শতাংশ। গত বছরের বাজেটে প্রায় ৩০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরে এনবিআরকে ১ লাখ ৭৬ হাজার ৩৭০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছিল। ওই সময়ে অর্থনীতিবিদরা এই লক্ষ্যমাত্রাকে অবাস্তব আখ্যা দিয়ে এটি আদায় নিয়ে তাদের সংশয়ের কথা জানান। বছরব্যাপী অর্থনৈতিক কর্মকা-ের গতি মন্থরতা, সরকারের উন্নয়ন কর্মসূচী (এডিপি) বাস্তবায়নে ধীরগতি ও কাক্সিক্ষত বিনিয়োগ না হওয়ায় রাজস্ব আদায়ে বড় ঘাটতি দেখা দেয়। এরপরই অর্থমন্ত্রীর নেতৃত্বে সম্পদ কমিটির বৈঠকে এনবিআরের লক্ষ্যমাত্রা ২৬ হাজার কোটি টাকা কমিয়ে ১ লাখ ৫০ হাজার কোটি টাকা করা হয়। এর মধ্যে আয়করে সংশোধিত লক্ষ্যমাত্রা ধরা হয় ৫৩ হাজার ৪৩৬ কোটি, মূসক বা ভ্যাটে ৫৪ হাজার ৬৪ কোটি এবং শুল্ক খাতে ৪২ হাজার ৫০০ কোটি টাকা সংশোধিত লক্ষ্যমাত্রা ধরা হয়। যেখানে ২০১৫-১৬ অর্থবছরে শুরুতে বাজেটে ১ লাখ ৭৬ হাজার ৩৭০ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আয়কর খাতে ৬৫ হাজার ৯৩২ কোটি টাকা, মূল্য সংযোজন কর (মূসক) ৬৩ হাজার ৯০২ কোটি টাকা ও শুল্ক থেকে ৪৬ হাজার ৫৩৬ কোটি টাকা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এদিকে আসছে ২০১৬-১৭ অর্থবছরেও সরকার বিশাল পরিমাণ রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। যা চলতি অর্থবছরের চেয়ে প্রায় ৩৬ শতাংশ প্রবৃদ্ধি ধরে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩ হাজার ১৫২ কোটি টাকা।
×